হোম > বিশ্ব > আফ্রিকা

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭ 

আফ্রিকার দেশে তানজানিয়ায় ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮৫ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গত শনিবার তানজানিয়ার রাজধানী ডোডোমা থেকে ৩০০ কিলোমিটার উত্তরে কাতেশ শহরে প্রবল বৃষ্টিপাত হয়। গতকাল রোববার কাতেশের কমিশনার জেনেথ মায়াঞ্জা জানান, ‘আজ রোববার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ জনে পৌঁছেছে এবং ৮৫ জন আহত হয়েছে।’ তিনি সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

মায়াঞ্জা আরও জানিয়েছেন, কাতেরে অধিকাংশ রাস্তা কাদা, পানি, ভেঙে পড়া গাছ ও পাথরের কারণে অবরুদ্ধ হয়েছে। বিপুলসংখ্যক গবাদিপশুও ভেসে গেছে বলে জানিয়েছেন তিনি। তানজানিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন টিবিসিতে সম্প্রচারিত ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, অনেক বাড়িঘর ডুবে গেছে, যানবাহন ঘন কাদায় আটকে আছে। 

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বর্তমানে দেশে নেই। বিশ্ব জলবায়ু সম্মেলনে কপ-২৮ এ যোগ দিতে বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই সুলুহু হাসান হতাহতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আটকে পড়াদের উদ্ধারে সরকারি প্রচেষ্টা আরও দ্রুত ও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু