হোম > বিশ্ব > আফ্রিকা

অতি গরমে দক্ষিণ সুদানে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা

গত ফেব্রুয়ারিতে নজিরবিহীন দাবদাহে পুড়েছে আফ্রিকার পশ্চিমাঞ্চল। এবার চরম দাবদাহের আশঙ্কায় আফ্রিকার উত্তরাঞ্চলের দেশ দক্ষিণ সুদানে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। চরম দাবদাহ দুই সপ্তাহ স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে অভিভাবকদের সব শিশুকে ঘরের ভেতরে রাখার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সতর্কতার সময়কালে কোনো স্কুল খোলা পাওয়া গেলে এটির নিবন্ধন প্রত্যাহার করা হবে। 

তবে স্কুলগুলো কত দিন পর্যন্ত বন্ধ রাখা হবে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয়গুলো বলে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং সেই অনুযায়ী জনগণকে অবহিত করবে। 

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী জুবার বাসিন্দা পিটার গারাং বলেন, প্রত্যেকটি স্কুলেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ ঝুঁকির মুখে রয়েছে দক্ষিণ সুদান। দেশটিতে তাপপ্রবাহ সাধারণ ঘটনা হয়ে উঠলেও, তাপমাত্রা সহজে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। খরা ও বন্যার কারণে গৃহযুদ্ধে জর্জরিত উত্তর-পূর্ব আফ্রিকার এ দেশটিতে জীবন ধারণ বেশ কঠিন হয়ে উঠেছে।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ