হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগার বিস্ফোরণে শতাধিক নিহত 

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পরিবেশবাদী গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এদিকে নাইজেরিয়া পুলিশের পক্ষ থেকেও বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানায়নি। 

ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টারের নির্বাহী পরিচালক ফাইনফেস ডুম্নামেনে বলেন, পোড়া বেশ কিছু মৃতদেহ মাটিতে পড়ে ছিল, যাদের চেনা যায়নি।  অন্য যারা পালানোর চেষ্টা করেছিল তাদের মধ্যে কিছু মানুষকে গাছের ডালে ঝুলতে দেখা যায়। 

স্থানীয় সময় শনিবার নাইজেরিয়ার খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাংকারিং সাইটে আগুন লাগে। এতে ১০০ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারায়। 

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে একটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণ ঘটেছে, যেখানে অপারেটর ও তাদের পৃষ্ঠপোষকেরা ব্যবসার জন্য জড়ো হয়েছিল। 
 
রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো এএফপিকে বলেন, ঘটনাটি ঘটেছে রিভার্স ও ইমো রাজ্যের সীমানায়। 

দুর্ঘটনার পর থেকে পলাতক ওই শোধনাগারের মালিক। তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। দক্ষিণ নাইজেরিয়ার বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, বিশেষ করে তরুণেরা। গত অক্টোবরেও রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে এবং এতে অন্তত ২৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে শিশুরাও ছিল। আফ্রিকার সবচেয়ে বড় খনিজ তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ নাইজেরিয়া।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান