হোম > বিশ্ব > আফ্রিকা

মোগাদিসুর হোটেলে আল–শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ 

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আল–শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় আজ শনিবার মোগাদিসুর নিরাপত্তারক্ষী বাহিনীর এক কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

মোগাদিসুর নিরাপত্তারক্ষী বাহিনীর কমান্ডার মোহাম্মদ আবদিকাদির এএফপিকে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, সন্ত্রাসীদের হামলায় আরও ৫ জন মারা গিয়েছেন। ওই ৫ জনের মৃত্যুর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানোর আগে বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। এরপর তাঁরা হোটেলের ওপরের তলায় আশ্রয় নেয় বলে জানা গেছে। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গুলিবিনিময় হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। হোটেলের সামনে জড়ো হয়েছেন ভেতরে আটকা পড়াদের স্বজনেরা। এরই মধ্যে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। 
 
এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে অঞ্চলটিতে সক্রিয় আল-কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন আল শাবাব। স্থানীয় সময় শুক্রবার (১৯ আগস্ট) সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি। 

এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ। গত মে মাসে তিনি দেশটির ক্ষমতা গ্রহণের পর প্রথম এমন বড় হামলার ঘটনা ঘটল। 

এর আগে গত রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হন। সেই হামলার বদলা নিতেই সংগঠনটি মোগাদিসুর হোটেলে পাল্টা হামলা চালিয়েছে বলে মনে করছেন অনেকে। 

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই