হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং ২২ জন আহত হয়েছেন। গত রোববার টেসিস শহরের কাছে এই হামলার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করেছে মালি সরকার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মালি সরকার বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীর জটিল ও সমন্বিত হামলার জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে টেসিসের সেনা ইউনিট। সম্ভবত ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস) এই হামলা চালিয়েছে। হামলায় তারা ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও আর্টিলারি ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে। 

কয়েক ঘণ্টার ভয়াবহ এই যুদ্ধে মালির সেনারা অন্তত ৩৭ যোদ্ধাকে হত্যা করেছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। 

এর আগে সেনাবাহিনী বলেছিল, সন্ত্রাসী হামলায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছেন এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। 

সহিংসতার লাগাম টানতে ব্যর্থতার অভিযোগ তুলে ২০০০ সালে মালির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সামরিক সরকার। কিন্তু তার পরও সহিংসতা অব্যাহত রয়েছে মালিতে। গত জুলাইয়ের শেষ দিকে দেশটির প্রধান সামরিক ঘাঁটিতে হামলা হয়েছিল। এ হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার একটি সহযোগী সংগঠন। 

এক দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে মালির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার সাহেল শহরজুড়ে সন্ত্রাসীদের তৎপরতা বেশি। সাম্প্রতিক বছরগুলোতে মালির সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। 

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু