হোম > বিশ্ব > আফ্রিকা

ঘানায় ট্রাক বিস্ফোরণে বিধ্বস্ত পুরো শহর, নিহত ১৩ 

ঘানায় ট্রাক বিস্ফোরণে পুরো একটি শহর বিধ্বস্ত হয়ে গেছে। গত বৃহস্পতিবার সংঘটিত ওই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও অন্তত ৫৯ জন। বিস্ফোরকবাহী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিএনএন। 

বিস্ফোরণের ফলে পশ্চিম ঘানার আপিয়াতে নামে ওই শহরটির অধিকাংশই মাটির সঙ্গে মিশে গেছে। কওয়াদো বেমপাহ নামে ঘটনাস্থলের পাশেই কর্মরত এক শ্রমিক সিএনএনকে বলেন, ‘সেখানকার সব ঘরবাড়িই প্রায় ধ্বংস হয়ে গেছে। মানুষজন এবং গৃহপালিত প্রাণী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’ তিনি আরও বলেন, চারদিকেই কেবল মরদেহ। 

প্রথমে ধারণা করা হয়েছিল, মৃতের সংখ্যা ১৭ কিন্তু পরে তা ১৩ জনে নেমে আসে। ঘানার তথ্যমন্ত্রী কোজো অপং নক্রুমা মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। 

কোজো নক্রুমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বিষয়ে বলেন, ‘প্রথমে মৃতের সংখ্যা ১৭ জন গণনা করা হয়। স্থানীয় বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন সংখ্যা দিচ্ছিল। পরে আমরা পরামর্শ করে সব হিসাব আমলে এনে মৃতের সংখ্যা ১৩ জন হিসাব করা হয়।’ 

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ আহতকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁরা আর কোনো তথ্য জানায়নি।

বিস্ফোরণের ফলে প্রায় ১০ হাজার অধিবাসীর ওই শহরটির অধিকাংশই গৃহহীন হয়ে পড়েছেন।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী