হোম > বিশ্ব > আফ্রিকা

ভূমধ্যসাগর থেকে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার 

ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়া ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৭৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।  জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ইউএনএইচসিআর জানায়, কোস্টগার্ডের দুটি নৌকা ভূমধ্যসাগর থেকে জীবিত অভিবাসী ও মরদেহগুলো উদ্ধার করে লিবিয়ায় ফিরছিল। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ক্ষতিগ্রস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।    

চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ২৩ হাজারের বেশি  অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এর মধ্যে লিবিয়ায় আটক হওয়া অভিবাসী ও শরণার্থীদের নির্যাতন হতে হয়েছে।  গত সপ্তাহে সেখানে পাঁচ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, লিবিয়ায় গত শুক্রবার একটি কারাগারের ভেতরে কমপক্ষে ছয়জন অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা করে দেশটির নিরাপত্তারক্ষীরা।

কারাগারে উপচে পড়া ভিড়ের কারণে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য তাঁদের হত্যা করা হয়। ওই সময় অনেক অভিবাসনপ্রত্যাশী পালিয়ে যেতে সক্ষম হন বলেও জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী