হোম > বিশ্ব > আফ্রিকা

শেষকৃত্যে অংশ নিতে গিয়ে ক্যামেরুনে প্রাণ গেল ১৪ জনের 

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইয়াউন্ডের দামাস এলাকায় ভূমিধস হয়। আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষকৃত্যে যোগ দিতে বহু লোক পাহাড়ি এলাকায় ২০ মিটার উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিলেন। ওই বাঁধটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় রাত ১০টার দিকে তল্লাশি অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান। 

ঘটনাস্থল থেকে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। আর যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’ 

ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের শহরগুলোর মধ্যে অন্যতম। খাড়া পাহাড়ী ঢালে শহরটি অবস্থিত। চলতি বছরজুড়ে ভারী বৃষ্টিতে এরই মধ্যেই কয়েক দফা বন্যার কবলে পড়েছে ক্যামেরুন। ফলে বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত