হোম > বিশ্ব > আফ্রিকা

শেষকৃত্যে অংশ নিতে গিয়ে ক্যামেরুনে প্রাণ গেল ১৪ জনের 

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইয়াউন্ডের দামাস এলাকায় ভূমিধস হয়। আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষকৃত্যে যোগ দিতে বহু লোক পাহাড়ি এলাকায় ২০ মিটার উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিলেন। ওই বাঁধটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় রাত ১০টার দিকে তল্লাশি অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান। 

ঘটনাস্থল থেকে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। আর যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’ 

ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের শহরগুলোর মধ্যে অন্যতম। খাড়া পাহাড়ী ঢালে শহরটি অবস্থিত। চলতি বছরজুড়ে ভারী বৃষ্টিতে এরই মধ্যেই কয়েক দফা বন্যার কবলে পড়েছে ক্যামেরুন। ফলে বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ