গত ২৫ অক্টোবর সুদানে সেনা অভ্যুত্থানের পর থেকে চলা বিক্ষোভে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের পর থেকে চলা বিক্ষোভে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি এ তথ্য জানিয়েছে। এছাড়া বিক্ষোভে এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।
অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষদের ওপর গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর দেশটির ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। তিনি প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন।