আজানে বিরক্ত হয়ে ইমামকে কুপিয়ে জখম করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে তিউনিসিয়ার মাহদিয়া শহরে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মাগরিব নামাজের আগে মাহদিয়া শহরের মসজিদটিতে ঢুকে ইমামকে কুপিয়ে জখম করা হয়। ওই মসজিদটির মুয়াজ্জিন এবং ইমাম একজনই।
আহত অবস্থায় ইমামকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলাকারীকে পুলিশ আটক করেছে।
তিউনিশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী আল শাইবি বলেন, হামলাকারী শারীরিক প্রতিবন্ধী ছিল এবং আজানের শব্দ শুনে বিরক্ত হয়ে গিয়েছিল।