হোম > বিশ্ব > আফ্রিকা

আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনাসদস্যসহ নিহত ৪২ 

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় গ্রাম এবং বনাঞ্চলে দাবানলে ২৫ সেনাসদস্যসহ কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন একটি টুইট বার্তায় এমনটি জানিয়েছেন। 

জানা গেছে, গত সপ্তাহ থেকে ওই অঞ্চলে দাবানল শুরু হয়েছে। টুইট বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন বলেন, কাবিলি অঞ্চল থেকে সেনারা ১০০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে যাযাবরেরা বাস করেন। 

এদিকে আলজেরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ১১ জন সেনা অগ্নিদগ্ধ হয়েছেন। 
 
এর আগে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিক আগুনে পুড়ে মারা গেছেন। 

 গত সোমবার কাবিলি অঞ্চলের একাধিক অঞ্চলে দাবানলের তীব্রতা বৃদ্ধি পায়। পরে সেখানকার বাসিন্দাদের উদ্ধারের জন্য সেনা পাঠায় দেশটির সরকার।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু