দক্ষিণ আফ্রিকায় তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। বন্যার তোড়ে বসতবাড়ি ভেসে যাওয়ায় গৃহচ্যুত হয়েছেন আরও কয়েক শ মানুষ। দেশটির পূর্ব উপকূলীয় প্রদেশ কাওয়াজুলু-নাটালের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার রাতে শুরু হওয়া বৃষ্টিতে সৃষ্ট বন্যায় স্থানীয় জনবসতি ডুবে গেছে, বাড়িঘর ও রাস্তা ভেঙে গেছে।
বুধবার এক বিবৃতিতে, কাওয়াজুলু-নাটালের প্রাদেশিক সরকার মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
প্রদেশ প্রশাসন জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা নিয়োজিত উদ্ধার তৎপরতা পরিচালনাকারী দলগুলো পাহাড় ও বাড়িঘর ধসে পড়া এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। সেখানকার বেশ কয়েক ডজন ঘরবাড়ি ভেসে গেছে এবং বেশ কয়েকটি রাস্তা তলিয়ে গেছে। ফলে উদ্ধার তৎপরতা এবং যান চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে যেখানে প্রয়োজন সেখানে বিমান সহায়তা প্রদান করতে বলা হয়েছে।