জোসেফ কনি। আফ্রিকার দেশ উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী লর্ডস রেজিস্ট্যান্স আর্মির (এলআরএ) নেতা শিশু অপহরণ, তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত করা, খুন ইত্যাদি জঘন্য কিছু অপরাধের অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি তাঁর অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান বলেছেন, ‘আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) আমি জোসেফ কনির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিশ্চিত করার বিষয়ে শুনানির অনুমতি চেয়ে একটি আবেদন করেছি।’
উগান্ডার বিদ্রোহী নেতা কনি আইসিসির তালিকায় দীর্ঘতম সময় ধরে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের একজন। ২০০৫ সালে ৩৩টি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু তার আগে থেকেই কনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পলাতক।