হোম > বিশ্ব > আফ্রিকা

অনুপস্থিতিতেই ‘হাজারো শিশু অপহরণকারী’ জোসেফ কনির বিচার শুরুর আবেদন

জোসেফ কনি। আফ্রিকার দেশ উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী লর্ডস রেজিস্ট্যান্স আর্মির (এলআরএ) নেতা শিশু অপহরণ, তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত করা, খুন ইত্যাদি জঘন্য কিছু অপরাধের অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি তাঁর অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান বলেছেন, ‘আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) আমি জোসেফ কনির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিশ্চিত করার বিষয়ে শুনানির অনুমতি চেয়ে একটি আবেদন করেছি।’

উগান্ডার বিদ্রোহী নেতা কনি আইসিসির তালিকায় দীর্ঘতম সময় ধরে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের একজন। ২০০৫ সালে ৩৩টি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু তার আগে থেকেই কনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পলাতক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, স্থানীয়রা এবং তাঁর অনুসারীরা তাঁকে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ তাঁকে বলে অবতার, কেউ বা বলে ওয়ার লর্ড আবার কেউ বা বলে নৃশংস খুনি। কনি এবং তাঁর দল লর্ডস রেজিস্ট্যান্স আর্মির বিরুদ্ধে কয়েক হাজার শিশু-কিশোরদের অপহরণের অভিযোগ রয়েছে। যাদের সরাসরি সৈন্য কিংবা যৌনদাসী হিসেবে ব্যবহার করা হতো।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই