হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় অন্তত ২৬ সেনা নিহত 

পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। এ ছাড়া সন্ত্রাসীরা গুলিতে একটি সামরিক উদ্ধারকারী হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় রোববার রাতে দেশটির মধ্যাঞ্চলে জুংগেরু-তেগিনা মহাসড়কে এ ঘটনা ঘটে। বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার সকালে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহত সেনাদের উদ্ধার করে। সেখানে তখন সেনাসদস্যের সঙ্গে অপরাধী গ্রুপের লড়াই চলছিল।

সামরিক বাহিনীর একটি সূত্র ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সূত্র বলেছে, নিহতদের মধ্যে তিন কর্মকর্তা ও তিন বেসামরিক জেটিএফ (রক্ষী) রয়েছেন। 

হামলাকারীরাও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে জানিয়ে আরেকটি সূত্র বলেছে, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি হামলাকারীদের ছোড়া গুলিতে ভূপাতিত হয়।

এমআই-১৭১ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার জুংগেরু থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই