হোম > বিশ্ব > আফ্রিকা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহ। আজ  বৃহস্পতিবার গভীর রাতে তাঁর ওপরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। তবে লিবীয় প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহের গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এটিকে স্পষ্টতই একটি হত্যাচেষ্টা বলে উল্লেখ করেছে সূত্রটি। বন্দুক হামলার পর হামলাকারীরা পালিয়ে যায় । এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।  

এই হামলা ঘটনার কোনো ছবি বা ভিডিও ফুটেজ পায়নি, এমনকি হামলার পরবর্তী অবস্থারও কোনো ছবি বা ফুটেজ তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স।  এ ছাড়া প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টার প্রত্যক্ষদর্শী কোনো ব্যক্তির সাথেও বার্তা সংস্থাটি কথা বলতে পারেনি।

আবদুলহামিদ আল-দিবেইবাহকে হত্যার চেষ্টা হয়ে থাকলে এটি লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে। গত বছরের ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানামুখী জটিলতার কারণে শেষ মুহূর্তে সেই নির্বাচন বাতিল করা হয়। এদিকে আজ বৃহস্পতিবার লিবিয়ার পার্লামেন্ট ভোট হওয়ার কথা রয়েছে। পশ্চিমা মদদপুষ্ট সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহকে ক্ষমতা থেকে নামাতে এই ভোটের আয়োজন করা হবে বলে মনে করা হচ্ছে।

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক শাসক মুয়াম্মার আল-গাদ্দাফির ক্ষমতাচ্যুতি ও নিহত হওয়ার পর দেশটি দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপোলিসহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বেনগাজিকে কেন্দ্র করে মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয়।

গত বছরের মার্চে আবদুল হামিদ আল-দিবেইবাহ জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের