হোম > স্বাস্থ্য

হটলাইনে বাংলাদেশি রোগীদের বিনা মূল্যে পরামর্শ দেবে বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতাল

এন্ডোস্কোপিক মেরুদণ্ডের সার্জারি এবং মাথা ও ঘাড়ের দাগহীন অস্ত্রোপচারের জন্য বাংলাদেশিদের বিনা মূল্যে পরামর্শ হটলাইন নম্বর চালু করেছে কেয়ারট্রিপ ডটকম ও বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতাল। এই হটলাইন নম্বর (+ 9196320 57050) থেকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে এই সেবা পাবেন। 

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এবং হেড অ্যান্ড নেক অনকোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সতীশ নায়ার এবং নিউরোসার্জন বিশেষজ্ঞ ডা. শচীন জিআর উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, মেরুদণ্ড, মাথা ও ঘাড় সংক্রান্ত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সঠিক হাসপাতাল, সঠিক চিকিৎসক এবং খরচের বিষয়ে রোগীরা বেশির ভাগ ক্ষেত্রেই বিভ্রান্তিতে থাকেন। এসব বিষয়ে সঠিক নির্দেশনা ও তথ্য প্রদানে হটলাইন নম্বর চালু করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ডা. সতীশ নায়ার মেরুদণ্ড, মাথা ও ঘাড়ের চিকিৎসায় বৈপ্লবিক অগ্রগতির কথা উল্লেখ করে বিভিন্ন দেশের রোগীদের সুস্থ জীবনে ফেরার গল্প তুলে ধরেন। ড. শচীন জিআর মাথা ও মেরুদণ্ডের যত্নের গুরুত্ব তুলে ধরেন। মস্তিষ্কের টিউমার, স্কোলিওসিস এবং পিঠের ব্যথায় ভুগছেন এমন রোগীদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার আশ্বাস দেন তিনি। কোমর ব্যথায় আক্রান্ত সব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয় না উল্লেখ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে বলা হয়, অ্যাপোলো হাসপাতাল একটি ফ্ল্যাগশিপ কোয়াটারনারি কেয়ার হাসপাতাল, যেটি টানা ছয়বার জয়ন্টে কমিশন ইন্টারন্যাশনালের স্বীকৃতি লাভ করেছে। ৭০০ শয্যার হাসপাতালটিতে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ১২১ টিরও বেশি দেশের রোগীরা সেবা নিয়ে থাকেন।

যে ৮ লক্ষণে বুঝবেন রক্তশূন্যতায় ভুগছেন

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন