হোম > স্বাস্থ্য

বসন্তে চোখ উঠলে

ডা. মো. আরমান হোসেন রনি

নগর ঢাকা বসন্তকালে বাতাসে ধুলাবালু, ফুলের পরাগরেণু ইত্যাদি ভেসে বেড়ায়। এসবের কারণে চোখে অ্যালার্জি দেখা দেয়। 

লক্ষণ

  • চোখ লাল হওয়া ও 
  • পানি পড়া
  • চোখে প্রচণ্ড চুলকানি হওয়া 
  • আলো সহ্য করতে না পারা
  •  ঘন ঘন চোখের পলক ফেলা 
  • চোখ খচখচ করা।

অ্যালার্জির কারণে কনজাংটিভাইটিস চিকিৎসার আগে এটি বোঝা অপরিহার্য যে অ্যালার্জির সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। তবে ওষুধের সাহায্যে অ্যালার্জির লক্ষণগুলো দমন করা যেতে পারে। চুলকানির কারণে চোখ ঘষলে অ্যালার্জির চেয়ে চোখের বেশি সমস্যা হয়। তাই তীব্রভাবে চোখ ঘষা এড়িয়ে চলতে হবে। অ্যালার্জেন এড়িয়ে চলা হলো আদর্শ চিকিৎসা। কিন্তু এটি বলা সহজ হলেও করা কঠিন। কারণ, এটি জীবনযাত্রা ও জীবনযাত্রার মানকে ভীষণ ব্যাহত করে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস কতক্ষণ স্থায়ী হবে, তা নির্ভর করে এর ধরন, তীব্রতা এবং চিকিৎসার ওপর। চোখে ড্রপের আকারে ওষুধ, 
যেমন মাস্ট সেল স্টেবিলাইজার, অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড অ্যালার্জিজনিত কনজাংটিভাইটিস চিকিৎসার জন্য দরকারি। এর পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে চক্ষুবিশেষজ্ঞের মতামত ছাড়া চোখের ড্রপ শুরু করা উচিত নয়।

প্রতিকার 

  • যেকোনো ধরনের অ্যালার্জি পরিহার করা। 
  • বাইরে বের হলে চশমা বা সানগ্লাস ব্যবহার করা। 
  • হাত না ধুয়ে চোখে স্পর্শ 
    না করা।

ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা 

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

এই শীতে যত্নে রাখুন নিজের কান

রাতে দ্রুত ঘুমাতে যাওয়ার ৮ অভ্যাস

নিজের মানসিক প্রশান্তিতে নজর দিন

যেভাবে ডিম খাওয়া উচিত নয়

শীতকালে কেন কিছু মানুষকে রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়

‘অত্যাবশ্যকীয়’ তালিকায় আরও ১৩৫টি ওষুধ, দাম বেঁধে দেবে সরকার

তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

ফ্রান্স-জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে শিশুদের দুধ তুলে নিল নেসলে