হোম > স্বাস্থ্য

পরিবেশদূষণ, ঝুঁকিতে নারী

ডা. ফরিদা ইয়াসমিন সুমি

পৃথিবীকে আমরা যত সুস্থ রাখতে পারব, আমরাও তত সুস্থ থাকব। এমন নয় যে পৃথিবী নিজে থেকেই দূষিত হচ্ছে। আমাদের এই নীলচে সবুজ গ্রহকে বিভিন্নভাবে আমরা প্রতিদিন দূষিত করছি। আর তার ফলও ভুগতে হচ্ছে আমাদেরই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিবছর পরিবেশগত কারণে প্রতিবছর ১৩ মিলিয়নের বেশি মানুষের মৃত্যু ঘটে। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর যত মানুষের মৃত্যু ঘটে, তার ২৮ শতাংশই ঘটে পরিবেশদূষণজনিত অসুখ-বিসুখের কারণে। এ ২৮ শতাংশ মৃত্যুর উল্লেখযোগ্য সংখ্যা নারীদের।

বিভিন্ন গবেষণায় দেখা যায়, পরিবেশদূষণ নারীস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

নারীরা যে ঝুঁকির মধ্যে আছেন

  • মুটিয়ে যাওয়া
  • হরমোনের পরিবর্তন
  • ঋতুস্রাবের সমস্যা
  • বন্ধ্যত্ব
  • গর্ভপাত
  • মৃত শিশু প্রসব

শুধু এগুলোই নয়, পরিবেশদূষণের কারণে আরও বিভিন্ন জটিলতা দেখা দেয় নারীদের মধ্যে। দূষিত বায়ু ও পানি মায়ের নিজের ও গর্ভের শিশুর স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

নতুন প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশদূষণ রোধ করে আমাদের পৃথিবীকে স্বাস্থ্যকর রাখতে হবে। জলবায়ু-সংকট মানব স্বাস্থ্যের জন্য বিরাট হুমকিস্বরূপ। জলবায়ু ও পরিবেশের সংকট তাই স্বাস্থ্যের সংকটও বটে!

প্রতিরোধে যা করতে হবে
পরিবেশদূষণ থেকে সুরক্ষিত থাকা একটি সামগ্রিক বিষয়। সচেতন হতে হবে নিজেদেরই।

  • খাবার খান
  • নিয়ম করে ঘুমান
  • গর্ভধারণের আগে মানসিক প্রস্তুতি নিন। প্রয়োজনে কাউন্সেলিং করান।
  • গর্ভধারণের শুরু থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো চলুন।

লেখক: সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিকেল কলেজ

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য