হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ভাইরাল বিবৃতিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। আজ শনিবার (৩ আগস্ট) পালিত হচ্ছে সারা দেশে বিক্ষোভ মিছিল। আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে। তবে এর মধ্যেই এই আন্দোলনের ছয় সমন্বয়কের বরাত দিয়ে একটি বিবৃতি ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

দাবি করা হচ্ছে, বৈষম্য ছাত্র আন্দোলনকে কেউ যেন নিজ স্বার্থে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে জন্য সমন্বয়কেরা সব কর্মসূচি প্রত্যাহার করেছেন, সেই সঙ্গে সরকারকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন। আরও দাবি করা হচ্ছে, এই সমন্বয়কেরা বলেছেন, এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে তার কাজ করতে দিতে হবে। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি ঘোষণা করবে।

‘সাপোর্টাস অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ৩ লাখ ৯৭ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে শনিবার (৩ আগস্ট) সকাল ১০টা ৫৩ মিনিটে ‘আব্দুল মালেক’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কথিত বিবৃতিটি পোস্ট দেওয়া হয়। 

দাবিটির সত্যতা যাচাইয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিবৃতিতে স্বাক্ষর থাকা আসিফ মাহমুদের ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, তিনি শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল বের করার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিনি লিখেন, ‘আজ কেউ ঘরে বসে থাকবেন না। আপনার নিকটবর্তী বিক্ষোভ মিছিলে যোগ দিন। না হলে নিজ এলাকা থেকেই সংগঠিত করে বিক্ষোভ মিছিল বের করুন। ৩টার আগেই সবাই দলে দলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসুন। দীর্ঘদিন গুম, অবরুদ্ধ, নির্যাতন এর মধ্যে থাকায় আপনাদের মাঝে আসতে পারিনি। আজ আসছি এবং ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার ঘোষণা নিয়েই। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করুন ৷ আঘাত কিংবা বাঁধা আসলে প্রতিরোধ করুন। অনুপ্রবেশ করে যেন কেউ আন্দোলনকে বিতর্কিত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।’

এ ছাড়া বিবৃতিটি সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘এটা ভুয়া, এমন কোন বিবৃতি আমরা দিইনি। এডিটেড, কেউ বিভ্রান্ত হবেন না।’ 

এ ছাড়া এই ছয় সমন্বয়কের সূত্রে শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা সঞ্জিত চন্দ্র দাস একটি পোস্ট দিয়ে দাবি করেন, ‘সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ৯ দফা দাবি বাস্তবায়নে ৩ মাস সময় বেঁধে দিয়ে আর কোন নতুন কর্মসূচি দেওয়া হয়নি। ৬ সমন্বয়ক ছাড়া অন্য কেউ সমন্বয়ক দাবি করে কর্মসূচি দিলে তা ছাত্রদের সঙ্গে প্রতারণার শামিল।’ তবে তাঁর এই পোস্টেরও কোনো সত্যতা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করতে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন, তিনি সংঘাত চান না। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা আছে। তিনি তাঁদের সঙ্গে বসতে চান, তাঁদের কথা শুনতে চান। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তবে এসব আলোচনার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পেজে লিখেন, ‘যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম। আপোষহীনতার মূল্য যদি মৃত্যুও হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের