হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

আতিফ আসলামের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল—এটি কি ঢাকার কনসার্টের

ফ্যাক্টচেক  ডেস্ক

আতিফ আসলামের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার সাম্প্রতিক দাবিতে ভাইরাল ছবি। ছবি: ফেসবুক

ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় মঞ্চ মাতিয়ে গিয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে আবারও ঢাকা মাতিয়ে গেলেন এই পাকিস্তানি শিল্পী। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে অংশ নেন আতিফ। এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা গেছে দাবিতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

আতিফ আসলামের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার সাম্প্রতিক দাবিতে ভাইরাল ছবি। ছবি: ফেসবুক

‘জেন জি (Gen Z)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে রাত পৌনে ৮টা পর্যন্ত ১৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, শেয়ার ও কমেন্ট পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। আবার কেউ কমেন্ট করেছেন ছাত্রলীগের এ নেতারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? আরেফিন হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে লিখেছেন, ‘এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার সেলিব্রেটি ইমেজে! বাহ্ সেলুকাস সত্যিই বিচিত্র এই দেশ!’

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। ভিডিওটি গত ২০ এপ্রিল পোস্ট করা হয়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল ঢাকার বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে ‘লেটস ভাইভ’র আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলেন আতিফ আসলাম। সে সময় তাঁর সঙ্গে ছবি তুলেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।

আতিফ আসলামের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার ভাইরাল ছবিটি ২০২৪ সালের এপ্রিলের। ছবি: দেশ টিভি

সংবাদমাধ্যম ছাড়াও ওই সময় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও আতিফ আসলামের সঙ্গে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিটি পোস্ট করা হয়েছিল।

এ থেকে নিশ্চিত হওয়া যায়, আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভাইরাল ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, পুরোনো।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের