হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: দুই বছর আগের মানিকগঞ্জের ছবি নতুন করে ভাইরাল

ফ্যাক্টচেক ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হয় গত সোমবার (২৬ আগস্ট)। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সীমিত পরিসরে জন্মাষ্টমী পালন করে। এর এক দিনের ব্যবধানেই ফেসবুকে প্রতিমা ভাঙচুরের পাঁচটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের নবনির্মিত প্রতিমা ভাঙচুর করা হয়। ছবিগুলোর সঙ্গে ‘সেইভ বাংলাদেশি হিন্দুজ, সেইভ বাংলাদেশ হিন্দু’ ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। 

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

রিভার্স ইমেজ সার্চে ‘সনাতনী লাইভ’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো পাওয়া যায়। ২০২২ সালের ২৬ আগস্ট করা পোস্টটি থেকে জানা যায়, প্রতিমা ভাঙচুরের এই ঘটনা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামেরই। ওই সময় গ্রামটির সর্বজনীন দুর্গামন্দিরের এই প্রতিমা ভাঙচুরের শিকার হয়। 

নিউজ পোর্টাল বিডিনিউজ ২৪–এর ওয়েবসাইটেও ২০২২ সালের ২৭ আগস্টে প্রকাশিত প্রতিবেদনে পাঁচটি ছবির একটি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, মন্দিরটিতে দীর্ঘদিন ধরেই দুর্গাপূজা উদ্‌যাপিত হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সেবারও দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা তৈরি করেন শিল্পীরা। এসব প্রতিমার মধ্যে সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও অসুরের হাত ভাঙচুর করা হয় সে সময়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের