সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হয় গত সোমবার (২৬ আগস্ট)। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সীমিত পরিসরে জন্মাষ্টমী পালন করে। এর এক দিনের ব্যবধানেই ফেসবুকে প্রতিমা ভাঙচুরের পাঁচটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের নবনির্মিত প্রতিমা ভাঙচুর করা হয়। ছবিগুলোর সঙ্গে ‘সেইভ বাংলাদেশি হিন্দুজ, সেইভ বাংলাদেশ হিন্দু’ ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামের সর্বজনীন দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
রিভার্স ইমেজ সার্চে ‘সনাতনী লাইভ’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো পাওয়া যায়। ২০২২ সালের ২৬ আগস্ট করা পোস্টটি থেকে জানা যায়, প্রতিমা ভাঙচুরের এই ঘটনা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলা গ্রামেরই। ওই সময় গ্রামটির সর্বজনীন দুর্গামন্দিরের এই প্রতিমা ভাঙচুরের শিকার হয়।