হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

সুন্দরবনে মানুষের ওপর বাঘের আক্রমণ দাবিতে প্রচারিত ভিডিওটি চীনের

ফ্যাক্টচেক ডেস্ক

গত ১৪ ফেব্রুয়ারি ছিল সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে এই দিনে দিবসটি পালন করা হয়। ওই দিনে ফেসবুকে ‘একই ঘটনা ঘটে গেল সুন্দরবনে’ ক্যাপশন দিয়ে পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক রিলে পোস্ট করা ভিডিওটি আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় দুই শ। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বন্য পরিবেশে কয়েকটি বাঘ এক ব্যক্তির ওপর আক্রমণ করেছে। বাঘের আক্রমণ থেকে লোকটিকে বাঁচাতে পাশ থেকে গুলি ছোড়া হচ্ছে।ভিডিওটি থেকে কিছু অংশ কেটে নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩০ জুনে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ওই সময় চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরে এক ব্যক্তি টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশ করেন এবং বাঘের আক্রমণের মুখে পড়েন। বাঘের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়।

একই দিন বিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম ঝাং। তিনি তাঁর দুই সন্তান, স্ত্রী এবং আরেকজন সহকর্মী ও তাঁর স্ত্রীসহ ইয়ংগার চিড়িয়াখানায় যান। চিড়িয়াখানায় প্রবেশের জন্য বাকিদের জন্য টিকিট কিনলেও ঝাং ও তাঁর বন্ধু টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশের সিদ্ধান্ত নেন। পরে চিড়িয়াখানার তিন মিটার উঁচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে গিয়ে ঝাং পড়ে যান এবং বাঘের মুখোমুখি হন। বাঘের আক্রমণে তাঁর মৃত্যু হয়। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানও ওই সময় চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল। 

অর্থাৎ, সুন্দরবনে মানুষকে বাঘের আক্রমণ, দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত ৭ বছরের পুরোনো। চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরের ইয়ংগার চিড়িয়াখানায় এটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের