হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ভাইরাল ছবিটি চারুকলার হোলি উৎসবে সাক্ষাৎকার দেওয়া তরুণের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

গত ২৮ মার্চ ছিল হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। সে উৎসবে রোজা রেখে অংশ নেওয়া এক তরুণের ভিডিও ভাইরাল হয়েছে। 

একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক ওই তরুণকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি রোজা রেখেছেন কি না? উত্তরে তরুণ জানান, তিনি রোজা রেখেছেন। সাংবাদিক তাঁকে আবার জিজ্ঞাসা করেন, নাচানাচিতে রোজা হালকা হয়েছে কি না। উত্তরে তরুণ বলেন, ‘আমার মনে হয় না। রোজাতে সংযম করতে হয় ঠিক আছে। কিন্তু মাঝেমধ্যে আনন্দ করতে হয়।...Allah will understand।’

এই তরুণ শিক্ষার্থীদের হাতে গণধোলাই খেয়েছেন দাবিতে শনিবার (৩০ মার্চ) তাঁর সাক্ষাৎকারের ছবির সঙ্গে আরেকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছেঁড়া গেঞ্জি ও চশমা পরিহিত এক তরুণকে দুইজনের কাঁধে ভর দিয়ে আছেন। তাঁকে আহত বলে মনে হচ্ছে।

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, হোলি উৎসবে সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়া তরুণ ও ছবিতে আহত অবস্থায় থাকা তরুণ আলাদা ব্যক্তি।

ওপেন সোর্স অনুসন্ধানে ভাইরাল ছবিতে আহত অবস্থায় থাকা ওই তরুণকে খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তাঁর নাম নকীব আশরাফ। তাঁর বাড়ি গাজীপুর। 

তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে ছবিটি প্রসঙ্গে বলেন, ‘ভাইরাল ছবিটিতে ডান পাশের ছবিটা (আহত অবস্থায় থাকা) আমার। গত বছর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চলাকালীন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের গাড়িতে যে হামলা হয় সে–সময় আমি গাড়িতেই মেয়রের প্রটোকলে দাঁড়ানো ছিলাম। তখন হামলাকারীরা আমার ওপর এই হামলা করে। আমার পাশেই চ্যানেল আইয়ের সোমা আপু ছিলেন। সে ছবিটাই এখানে ব্যবহার করেছে।’

তিনি আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের সঙ্গে ওইদিনের ঘটনার একটি ভিডিও ফুটেজও শেয়ার করেন। নাদির শাহ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ২০ মে ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, ‘জনপ্রিয় ছাত্রনেতা প্রিয় বন্ধু নকিব আশরাফ এর উপর পশুর মতো হামলা করেছে আজমত উল্লাহর কর্মীরা। আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণার সময় মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের উপর হামলা করতে আসলে নিজের গায়ে আগলে নিয়েছেন আমাদের ভাই।’

ভিডিওটির শুরুতেই নকীব আশরাফকে আহত অবস্থায় দেখা যায়। 

এ থেকে নিশ্চিত হওয়া যায়, ঢাবিতে হোলি উৎসবে সাক্ষাৎকার দেওয়া তরুণ গণধোলা খেয়েছেন দাবিতে ভাইরাল ছবিটিতে থাকা তরুণ ভিন্ন ব্যক্তি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের