হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ভারতে নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে বক্তৃতা করছেন শেখ হাসিনা—ভাইরাল ভিডিওটি এডিটেড

ফ্যাক্টচেক ডেস্ক

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকে সেখানেই আছেন তিনি। দেশ ছাড়ার পর গত ১৩ আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনার একটি বক্তব্য ফেসবুকে প্রকাশ করেন তাঁর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। বক্তব্যে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। 

এর আগে ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ফোনালাপের কিছু অংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এসবের বাইরে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার কোনো উপস্থিতি দেখা যায়নি। তবে সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা সরাসরি ভাষণ দিয়েছেন দাবিতে প্রায় ২৩ মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা বাংলায় বক্তব্য দিচ্ছেন। একই মঞ্চে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত সোমবার (২ সেপ্টেম্বর) ‘জয় বাংলা পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে সাড়ে ৩০০–এর বেশি, রিঅ্যাকশন পড়েছে ১ হাজার ৮০০। 

ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে শেখ হাসিনার বক্তব্যের সূত্রে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে (বিটিভি) অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ২১ আগস্ট ভিডিওটি ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠান’ শিরোনামে পোস্ট করা হয়। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিওটির ৩২ মিনিটে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে তাঁর কথার মিল রয়েছে। বক্তব্যে শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার স্মৃতিচারণা করছিলেন। 

শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে নরেন্দ্র মোদির উপস্থিতি সংবলিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ভারতের প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। গত ২৫ আগস্ট চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, গত ২৫ আগস্ট মহারাষ্ট্র রাজ্যের জলগাঁওয়ে ‘লাখপতি দিদি’ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। ‘লাখপতি দিদি’ ভারতের নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে বিজেপি সরকারের একটি উদ্যোগ। 

অর্থাৎ, শেখ হাসিনার ২০২৩ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও সম্পাদনা করে নরেন্দ্র মোদির চলতি বছরের একটি অনুষ্ঠানের ভিডিও জুড়ে দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের