হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

‘বিনা মূল্যে সোলার প্যানেল দিচ্ছে সরকার’, মিথ্যা তথ্যে ফেসবুকে প্রতারণার ফাঁদ

ফ্যাক্টচেক ডেস্ক

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, সেই সঙ্গে আছে লোডশেডিং। দেশে গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং আরও বাড়তে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের চাহিদা পূরণে এই গরমে মানুষের আগ্রহের তালিকায় আছে সৌর বিদ্যুৎ। আর এমন পরিস্থিতিতে সোলার প্যানেল যদি সরকার থেকে বিনা মূল্যে পাওয়া যায়, যে কেউই লুফে নিতে চাইবে এই সুযোগ।

মানুষের এমন চাহিদার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্তত দুটি পেজে গত কয়েক দিন ধরে একটি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে— ‘২০২৪ সালে সরকারি অনুদান হিসেবে বিনা মূল্যে সোলার প্যানেল দেওয়া হবে।’ 

ডেইলি সার্চ (Daily Search) ও প্রিমিয়াম সার্চ (Premium Search) নামে দুটি পেজ থেকে এমন স্পনসর্ড বিজ্ঞাপন চালানোর বিষয় নজরে এসেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের। ডেইলি সার্চের ফেসবুক পেজ থেকে চালানো এমন একটি বিজ্ঞাপনে গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১০ হাজার রিয়েকশন পড়েছে। বিজ্ঞাপনটি শেয়ার হয়েছে তিন শতাধিক। প্রিমিয়াম সার্চের বিজ্ঞাপনে একইদিন বিকেল ৩টা পর্যন্ত ১৬ হাজার রিয়েকশন পড়েছে। বিজ্ঞাপনটি শেয়ার হয়েছে চার শতাধিক। 

উভয় বিজ্ঞাপনেই কমেন্ট পড়েছে দুই হাজারের বেশি। কমেন্টগুলোতে অনেক ফেসবুক ব্যবহারকারী কীভাবে এই ‘অনুদান’ পাওয়া যাবে তা জানতে চেয়েছেন। বিজ্ঞাপনটি ১৮ বা তার বেশি বয়সী বাংলাদেশে বসবাসকারীদের লক্ষ্য করে পোস্ট করা হয়েছে।

আসলেই কি সরকার বিনা মূল্যে সোলার প্যানেল দিচ্ছে? সোশ্যাল মিডিয়ায় চালানো এই বিজ্ঞাপনগুলোর পেছনে কারা?

পেজ দুটি সম্পর্কে যা জানা যায়
ফেসবুকে পাওয়া বিজ্ঞাপনের সূত্রে ‘ডেইলি সার্চ (Daily Search)’ পেজটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, এটি ২০২৩ সালের ২৭ আগস্ট খোলা হয়েছে। পেজটি আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬১৯টি অ্যাকাউন্ট থেকে ফলো করা হচ্ছে। পেজটিতে লাইক মাত্র ৫৫৪টি। পেজটির পেজ ট্রান্সপারেন্সি থেকে পাওয়া তথ্য মতে, পেজটির অ্যাডমিন দুজন এবং এটি কানাডা থেকে পরিচালিত। 

একইভাবে ‘প্রিমিয়াম সার্চ (Premium Search)’ নামের ফেসবুক পেজটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, এই পেজ খোলা হয়েছে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পেজটিতে দেড় হাজারের বেশি ফলোয়ার দেখা গেছে। পেজটিতে লাইক ১ হাজার ৪০০। পেজের প্রোফাইলে দেওয়া তথ্য মতে, পেজটি আরব আমিরাতের দুবাইভিত্তিক কয়েনইজ ডিএমসিসি নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে। কিন্তু পেজটির পেজ ট্রান্সপারেন্সি থেকে পাওয়া তথ্য মতে, এই পেজেরও অ্যাডমিন দুজন এবং এটিও কানাডা থেকে পরিচালিত। 

বিনা মূল্যে সোলার প্যানেলের বিজ্ঞাপন নিয়ে যা জানা যায়
ফেসবুকে মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরিতে খুঁজে দেখা যায়, ‘ডেইলি সার্চ (Daily Search)’ পেজটি থেকে মেটার প্ল্যাটফর্মে দেওয়া এটিই প্রথম বিজ্ঞাপন। সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে সোলার প্যানেল দেওয়ার এই বিজ্ঞাপন গত ৮ এপ্রিল থেকে চালানো হচ্ছে। বিজ্ঞাপনটি চালানো হচ্ছে মেটার ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে। একই বিজ্ঞাপন ভিন্ন ভিন্ন ছবি ব্যবহার করে চারটি সংস্করণে চালানো হচ্ছে। 

‘প্রিমিয়াম সার্চ (Premium Search)’–এর বিজ্ঞাপনটিও একইদিন থেকে চালানো হচ্ছে। বিজ্ঞাপন চালাতে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এই পেজেও একই বিজ্ঞাপন ভিন্ন ভিন্ন ছবি ব্যবহার করে চারটি সংস্করণে চালানো হচ্ছে। পেজটি থেকে আগেও ‘ফ্রি ল্যাপটপ দেওয়া হবে’ এমন কিছু বিজ্ঞাপন চালানো হয়েছিল।

দুই পেজের বিজ্ঞাপনেই বিস্তারিত জানার জন্য ‘solar-power-bangladesh.today’ নামের একটি ওয়েবসাইটের লিংকে দেওয়া হয়েছে। তবে ওয়েবসাইটটিতে গিয়ে বাংলাদেশিদের সরকারি অনুদান হিসেবে বিনা মূল্যে সোলার প্যানেল দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটিতে স্পেনের সৌর বিদ্যুৎ, সোলার প্যানেল সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে।

ওয়েবসাইটটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এই ডোমেইল নিবন্ধন করা হয়েছে গত ৯ এপ্রিল। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়ার পরদিন এটি নিবন্ধন করা হয়। নিবন্ধনের স্থান দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য। ডোমেইনের মালিকানায় রয়েছে ‘Domains By Proxy’ নামের একটি কথিত প্রতিষ্ঠান। 

এ পর্যন্ত অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাংলাদেশিদের সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে সোলার প্যানেল দেওয়ার ভাইরাল বিজ্ঞাপন দুটি পরিচালনা করা হচ্ছে কানাডা থেকে পরিচালিত দুটি পেজ থেকে। এই কাজে ব্যবহৃত ওয়েবসাইটের ডোমাইনটি নিবন্ধন করা হয়েছে যুক্তরাষ্ট্রে। 

বিনা মূল্যে সোলার প্যানেল দেওয়ার বিষয়ে যা বলছে কর্তৃপক্ষ
অনুসন্ধানের এ পর্যায়ে বিজ্ঞাপনটির সত্যতা যাচাইয়ে সরকারের বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগের যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি জানান, সরকারের এমন কোনো প্রকল্প চালু আছে বলে তাঁর জানা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের