হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

আয়মান সাদিকের কোলে শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুনজেরিন—শিশুটি কি এই দম্পতির

ফ্যাক্টচেক ডেস্ক

আয়মান সাদিক-মুনজেরিন শহিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় জুটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সম্প্রতি তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, আয়মানের কোলে একটি শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন শহিদ।

তাঁদের এই ছবি শেয়ার করে ‘Champa Khan’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বুধবার (১৭ এপ্রিল) এমন একটি ছবি ‘বিদ্যাসাগর কি দুনিয়ায় এসে গেছে তাহলে’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ২টা পর্যন্ত ৫২ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট হয়েছে দুই হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের আয়মান সাদিকের কোলে থাকা শিশুটি আয়মান-মুনজেরিন দম্পতির দাবিতে কমেন্ট করতে দেখা গেছে। 

ভাইরাল ছবিটি সম্পর্কে অনুসন্ধানে আয়মান সাদিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে ১২ এপ্রিল একটি ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে আয়মান সাদিক লিখেছেন, ‘পুরানো বন্ধুদের সঙ্গে ঈদ।’ 

ওই ছবিতে আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের পরিহিত পোশাকের সঙ্গে ভাইরাল ছবিটির পোশাকের মিল পাওয়া যায়। ছবিতে তাঁদের কোলে কোনো শিশু ছিল না। ভাইরাল ছবিতে থাকা শিশুটিকে এখানে ভিন্ন আরেক নারীর কোলে দেখা যায়। ওই নারী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমা তুজ জোহরা

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ১ এপ্রিল সৌমিক-ফাতেমা দম্পতির একটি কন্যাসন্তান হয়।

পরে আয়মান সাদিকের কোলে থাকা শিশুটির পরিচয় সম্পর্কে জানতে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

তিনি বলেন, কোলে থাকা শিশুটি তাঁর বন্ধু সৌমিকের মেয়ে। ছবিটি ঈদের পরদিন তোলা হয়েছিল। 

অর্থাৎ এটি স্পষ্ট, আয়মান সাদিক-মুনজেরিন শহিদ দম্পতির কোলে থাকা শিশুটি তাঁদের নয়। এটি আয়মান সাদিকের বন্ধু ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের মেয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের