হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

এসব কি বাবরি মসজিদের ছবি

ফ্যাক্টচেক ডেস্ক

ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির দল ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন ছিল উত্তর প্রদেশের অযোধ্যার রামমন্দির। গত ২২ জানুয়ারি (সোমবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মাধ্যমে তাঁদের এই স্বপ্ন পূর্ণতা পায়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর দীর্ঘদিন ধরেই এখানে রামমন্দির প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় ছিল। হিন্দুধর্মাবলম্বীদের বড় অংশের দাবি, এই মসজিদ নির্মিত হয়েছিল ঐতিহাসিক রাম জন্মভূমির ওপর। সেই সূত্র ধরেই মসজিদটি ভেঙে ফেলা হয়। 

এই রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মসজিদের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাবরি মসজিদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন চারটি মসজিদের ছবি আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। পরে মসজিদগুলো বাবরি মসজিদের কি না তা যাচাই করে দেখা হয়। 

বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ১: 

রিভার্স ইমেজ অনুসন্ধানে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইটে বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিতে বিদ্যমান মসজিদটির পরিচয় সম্পর্কে বিশ্বকোষটিতে বলা হয়, এটি ভারতের কর্ণাটকে অবস্থিত গুলবার্গ দুর্গ জামে মসজিদ। ইসলামিক আর্কিটেকচার ইন ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইটে মসজিদটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মসজিদটি উত্তর পারস্য থেকে আগত রাফি নামে একজন স্থপতির নকশায় নির্মাণ করা হয়। 

বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ২ এবং ৩: 

বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটি অনুসন্ধানে ছবি শেয়ারিং ওয়েবসাইট ফ্লিকারে এটি খুঁজে পাওয়া যায়। মসজিদটির পরিচয়ে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এটি ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলায় অবস্থিত কাবুলিবাগ মসজিদ। মোগল সম্রাট বাবর মসজিদটি নির্মাণ করেছিলেন। 

পরে মসজিদটি সম্পর্কে হরিয়ানা রাজ্যের পর্যটন বিষয়ক ওয়েবসাইটেও একই মসজিদের ছবি খুঁজে পাওয়া যায়। সেখানেও মসজিদটির পরিচয় উল্লেখ করা হয়েছে এটি কাবুলিবাগ মসজিদ। এটি ভারতে নির্মিত প্রথম মোগল স্থাপত্য। ১৫২৬ সালে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ জয় স্মরণীয় করে রাখতে মসজিদটি নির্মাণ করেন বাবর। একই ওয়েবসাইটে বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত তৃতীয় ছবিটিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, এই ছবিটিও কাবুলিবাগ মসজিদেরই। 

বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ৪: 

বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত চতুর্থ ছবিটি অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনে ২০১৩ সালের ৯ আগস্ট বিশ্বের নানা দেশে রমজান মাস পালন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ওই দিন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা দুর্গে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করছিলেন। 

এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে ছবি শেয়ারিং ওয়েবসাইট অ্যালামিতে ফিরোজ শাহ কোটলা দুর্গে অবস্থিত মসজিদটির একই ছবি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো ভারতে অবস্থিত ভিন্ন ভিন্ন মসজিদের। 

কেমন ছিল বাবরি মসজিদ? 

মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি ১৫২৮ সালে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে একদল উগ্র হিন্দুত্ববাদী। 

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইট থেকে জানা যায়, মসজিদটিতে মুসলমানদের কিবলার প্রাচীর বরাবর তিনটি গম্বুজ ছিল। ওয়েবসাইটটিতে মসজিদটির একটি ছবিও যুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতেও মসজিদটির একই ছবি খুঁজে পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের