হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

বিবেক কাজ করলে নিজেকে এত বড় পাপে জড়াতাম না—মন্তব্যটি প্রধানমন্ত্রীর নয়

ফ্যাক্টচেক ডেস্ক

একটি বেসরকারি সম্প্রচারমাধ্যমের ফটোকার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত মন্তব্য সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। তাতে লেখা, ‘বিবেক কাজ করলে নিজেকে এত বড় পাপে জড়াতাম না।’ ‘সাংবাদিক খালেদ মুহিউদ্দিন সমর্থক’ নামের এক লাখ ছয় হাজার সদস্যের গ্রুপ থেকে ফটোকার্ডটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। গত বুধবার (২০ মার্চ) সোহানা ইসলাম রোজার অ্যাকাউন্ট থেকে এই গ্রুপে পোস্ট করা হয় ফটোকার্ডটি, যাতে আজ শুক্রবার বেলা ৩টা পর্যন্ত এক হাজারের বেশি রিয়েকশন পড়েছে। এটি শেয়ার হয়েছে ২০০ এর কাছাকাছি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোনো মন্তব্য করেছেন কি না সেটির সত্যতা অনুসন্ধানে ভাইরাল ফটোকার্ডটি যাচাই করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

যাচাইয়ে দেখা যায়, আরটিভির নামে ভাইরাল হওয়া ফটোকার্ডে ৩ অক্টোবর, ২০২৩ তারিখ দেওয়া আছে। কিন্তু আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিন বা অন্য কোনোদিন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ও বক্তব্য সম্বলিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। অন্য কোনো সংবাদ মাধ্যম সূত্রেও ওইদিন প্রধানমন্ত্রীর এমন কোনো বক্তব্য সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। 

অনুসন্ধানে আরটিভির পেজটিতে ৩ অক্টোবর একই বক্তব্য সম্বলিত ভিন্ন আরেকটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটি ওইদিন দুপুর ১টা ১১ মিনিটে পেজে পোস্ট করা হয়। তবে সেখানে ভিন্ন আরেক নারীর ছবি রয়েছে। 

পোস্টের সঙ্গে সংযুক্ত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, ওই নারীর নাম আনার কলি। ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষের দিকে চট্টগ্রামে মো. হাসান (৬১) নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় নিহতের পুত্রবধূ আনার কলিকে গ্রেপ্তার করে পুলিশ। 

নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধারের সময় আনার কলি সাংবাদিকদের বলেন, ‘আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ। তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তখন যদি আমার বিবেক কাজ করতো, তাহলে এত বড় পাপে নিজেকে জড়িয়ে পড়তাম না। কারও কথা না ভাবলেও একবার আমার সন্তানের কথা ভাবতাম। আমি আমার সন্তানের কথা পর্যন্ত ভাবিনি।’ 

অর্থাৎ ভিন্ন এক নারীর ছবি ও বক্তব্য নিয়ে আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্পাদনা করে সম্প্রতি ভাইরাল ফটোকার্ডটি তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের