‘সাকিবের ঘরে নতুন চাঁদের আগমন’— এমন শিরোনামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-৩ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, শিশির হাসপাতালের শয্যায় শুয়ে আছেন, তাঁর পাশেই সাকিব আল হাসান বসা। তাঁদের কোলে একটি ছোট শিশু রয়েছে। ‘الجهرة’ নামের একটি ফেসবুক পেজে এমন ক্যাপশনে সম্ভাব্য ভাইরাল পোস্টটি পাওয়া যায়। পেজটিতে ৩ এপ্রিল ছবিটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত ৩২ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। কমেন্ট পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের ছবির তথ্যটি সত্য ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
ভাইরাল ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘Shishir_ 75’ এ তাঁদের ভাইরাল ছবিটি পাওয়া যায়। ২০২১ সালের ১৯ জুলাই ছবিটি অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা হয়। ছবিটি সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, ‘২০২১ সালের ১৫ মার্চ, আমাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। সেদিন আমাদের ছেলের জন্ম হয়।’
অর্থাৎ আগের সন্তানসহ সাকিব আল হাসান ও উম্মে শিশির দম্পতির ২০২১ সালের একটি পারিবারিক ছবিকেই সম্প্রতি সন্তান জন্মদানের দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এর বাইরে সাম্প্রতিক সময়ে সাকিব-শিশিরের ঘরে নতুন অতিথি আসার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।