হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

সাকিব-শিশির দম্পতির ঘরে নতুন সন্তান! ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্ক

‘সাকিবের ঘরে নতুন চাঁদের আগমন’— এমন শিরোনামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-৩ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, শিশির হাসপাতালের শয্যায় শুয়ে আছেন, তাঁর পাশেই সাকিব আল হাসান বসা। তাঁদের কোলে একটি ছোট শিশু রয়েছে। ‘الجهرة’ নামের একটি ফেসবুক পেজে এমন ক্যাপশনে সম্ভাব্য ভাইরাল পোস্টটি পাওয়া যায়। পেজটিতে ৩ এপ্রিল ছবিটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত ৩২ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। কমেন্ট পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের ছবির তথ্যটি সত্য ভেবে মন্তব্য করতে দেখা গেছে। 

ভাইরাল ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘Shishir_ 75’ এ তাঁদের ভাইরাল ছবিটি পাওয়া যায়। ২০২১ সালের ১৯ জুলাই ছবিটি অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা হয়। ছবিটি সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, ‘২০২১ সালের ১৫ মার্চ, আমাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। সেদিন আমাদের ছেলের জন্ম হয়।’ 

একই দিনে ছবিটি শিশির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও একই ক্যাপশনে পোস্ট করেন। 

অর্থাৎ আগের সন্তানসহ সাকিব আল হাসান ও উম্মে শিশির দম্পতির ২০২১ সালের একটি পারিবারিক ছবিকেই সম্প্রতি সন্তান জন্মদানের দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

এর বাইরে সাম্প্রতিক সময়ে সাকিব-শিশিরের ঘরে নতুন অতিথি আসার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের