মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুদ্ধের পোশাক দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত সবচেয়ে ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তা ২৭ লাখ বার দেখা হয়েছে, রিয়েক্ট পড়েছে ৪ লাখ ৩৯ হাজার বার।
অপর দিকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একই দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তা ১৪ লাখ বার দেখা হয়েছে, রিয়েক্ট পড়েছে তিন লাখের বেশি অর্থাৎ এত সংখ্যক মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে।
তবে ভিডিওতে দৃশ্যমান যুদ্ধের পোশাকটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নয়। এটি উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা, যেটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্যালেস মিউজিয়ামে প্রদর্শন করা হয়।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, প্রদর্শিত পোশাকটি মধ্যযুগীয় যোদ্ধাদের। এটি ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ মিউজিয়ামে অবস্থিত। তোপকাপি প্রাসাদ প্রায় ৪০০ বছর ধরে উসমানি সুলতানদের অন্যতম প্রধান বাসস্থান ছিল।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে তুরস্কের গণমাধ্যম স্টার গ্যাজেটেসিতে ২০১৬ সালের ২১ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, তুরস্কের টোকাত শহরের সামি এরসিন (৬৬) নামের এক বাসিন্দা শখের বসে উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের এই রেপ্লিকা তৈরি করেন। প্রায় ৪০ হাজার লোহার রিং দিয়ে পোশাকটি তৈরি করতে তার সময় লাগে দুই মাস। তার কম্পিউটার প্রোগ্রামার ছেলেরা এ কাজে তাকে সহায়তা করেন।
সিদ্ধান্ত
সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি যুদ্ধের পোশাক প্রচার করে দাবি করা হচ্ছে, এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুদ্ধের পোশাক। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি মূলত উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা।