হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

এটি কি মহানবী (সা.)-এর যুদ্ধের পোশাক?

ফ্যাক্টচেক ডেস্ক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুদ্ধের পোশাক দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত সবচেয়ে ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তা ২৭ লাখ বার দেখা হয়েছে, রিয়েক্ট পড়েছে ৪ লাখ ৩৯ হাজার বার। 

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।  

অপর দিকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একই দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তা ১৪ লাখ বার দেখা হয়েছে,  রিয়েক্ট পড়েছে তিন লাখের বেশি অর্থাৎ এত সংখ্যক মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে।

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

তবে ভিডিওতে দৃশ্যমান যুদ্ধের পোশাকটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নয়। এটি উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা, যেটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্যালেস মিউজিয়ামে প্রদর্শন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি থেকে কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ দেওয়া হয়েছিল। তাতে দেখা যায়, আলোচিত যুদ্ধের পোশাকটি ২০১৬ সালের ২২ মার্চ শাটার স্টকের ওয়েবসাইটে প্রচারিত একটি ভিডিওতে ছিল।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, প্রদর্শিত পোশাকটি মধ্যযুগীয় যোদ্ধাদের। এটি ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ মিউজিয়ামে অবস্থিত। তোপকাপি প্রাসাদ প্রায় ৪০০ বছর ধরে উসমানি সুলতানদের অন্যতম প্রধান বাসস্থান ছিল।

এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে তুরস্কের গণমাধ্যম স্টার গ্যাজেটেসিতে ২০১৬ সালের ২১ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, তুরস্কের টোকাত শহরের সামি এরসিন (৬৬) নামের এক বাসিন্দা শখের বসে উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের এই রেপ্লিকা তৈরি করেন। প্রায় ৪০ হাজার লোহার রিং দিয়ে পোশাকটি তৈরি করতে তার সময় লাগে দুই মাস। তার কম্পিউটার প্রোগ্রামার ছেলেরা এ কাজে তাকে সহায়তা করেন। 

প্রসঙ্গত, উসমানি সুলতান তৃতীয় মুস্তাফা ১৭১৭ সালে তৎকালীন কনস্টান্টিনোপল বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। তিনি উসমানি সাম্রাজ্যের পতন ঠেকাতে সরকার ও সামরিক খাতে সংস্কারের চেষ্টা করেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেন তিনি। তবে তার মৃত্যুর পরে এ যুদ্ধ বিপর্যয়কর পরাজয় ডেকে আনে।

সিদ্ধান্ত 
সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি যুদ্ধের পোশাক প্রচার করে দাবি করা হচ্ছে, এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুদ্ধের পোশাক। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি মূলত উসমানি সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের