হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

খোলা ম্যানহোলের এই ছবি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

গত ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মুক্ত এক ম্যানহোলের ছবি প্রচার করে দাবি করা হয়, ঢাকার জলাবদ্ধতার জন্য যেন শুধু মেয়ররাই নয়, সাধারণ নাগরিকেরাও দায়ী। কারণ, তারা এই বোতলগুলো ম্যানহোলে ফেলেছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত খোলা ম্যানহোলের ছবিটি ঢাকার কোনো স্থানের ছবি নয়। এটি ২০১৯ সালে ভারতের বিহার রাজ্যের পাটনা শহর থেকে তোলা হয়েছিল। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারে ২০১৯ সালের  ৯ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনা শহরে বর্ষার ভারী বৃষ্টিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদনে পাটনা শহরের জলাবদ্ধতার কারণ উল্লেখ করতে গিয়ে প্লাস্টিকের ভয়াবহতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকার ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিও ব্যবহার করা হয়।

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, পাটনার সুয়ারেজ লাইন থেকে প্লাস্টিকের বোতল এবং ব্যাগ পরিষ্কার করা হয়েছে। তবে ছবিটিতে চিত্রগ্রাহকের কোনো নাম দেওয়া হয়নি। তবে ফ্রিল্যান্স সাংবাদিক সত্যম কুমার ঝা বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ এএফপি ফ্যাক্টচেককে ছবিটি তাঁর তোলা বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পাটনার রাজেন্দ্র নগর থেকে ২০১৯ সালের ৩ অক্টোবর ছবিটি তুলেছিলেন।

সিদ্ধান্ত 
ঢাকায় গত ২২ সেপ্টেম্বর জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, এটি বাংলাদেশের একটি খোলা ম্যানহোলের ছবি। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাংলাদেশের কোনো স্থানের ছবি নয়। ভারতের পাটনা থেকে ২০১৯ সালে তোলা একটি ছবিকে এই দাবিতে প্রচার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের