হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

নির্বাচনে হেরে কণ্ঠশিল্পী মমতাজ কি ক্যামেরার সামনে কেঁদেছিলেন

ফ্যাক্টচেক ডেস্ক

সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পরাজিত হয়েছেন। মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) আসনে  জয়ী হয়েছেন স্বতস্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জাহিদ আহমেদ টুলু।

তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এই আসনে মোট প্রার্থী ছিলেন ১০ জন।

তাঁর এই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতাজ বেগমের কান্নার একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এতে দাবি করা হয়, নির্বাচনে হেরে এবার প্রকাশ্যে কাঁদলেন মমতাজ। ভিডিওতে মমতাজকে মাইক্রোফোন হাতে কাঁদতে দেখা যায়। কিন্তু আসলেই কি নির্বাচনে হারার পর ক্যামেরার সামনে কেঁদেছিলেন মমতাজ। বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে কণ্ঠশিল্পী মমতাজের ফেসবুক পেজে গত ৪ জানুয়ারি প্রকাশিত প্রায় ২৬ মিনিটের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে দৃশ্যমান মমতাজ বেগমের পোশাক ও পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

পরে গত ৬ জানুয়ারি মমতাজ বেগমের কান্নার ভিডিওয়ের অংশটি খুঁজে পাওয়া যায়। ভাইরাল নিউজ বিডি নামের একটি ফেসবুকে প্রচারিত কান্নার ভিডিওটি মমতাজ নিজেই তাঁর পেজে শেয়ার করেন। এই পেজে ভিডিওটি গত ৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। 

ভিডিওতে মমতাজ বেগম তাঁর নিজের এলাকায় নির্বাচনী প্রচারণার শেষদিনে প্রয়াত আত্মীয়-স্বজনের কথা স্মরণ করে কান্না করেন। অপরদিকে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। অর্থাৎ নির্বাচনের আগেই নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতাজ বেগমের কান্নার ভিডিওটিকেই নির্বাচনে হেরে মমতাজ বেগম কান্না করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের