হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

সৌদিতে ঈদে মিলাদুন্নবীর জুলুস নামে ইয়েমেনের ভিডিও প্রচার

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে উদ্‌যাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এসব আয়োজনের নানা ছবি ও ভিডিও নেটিজেনরা শেয়ার করছেন।

এর মধ্যে সম্প্রতি ‘সৌদি আরবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জুলুস’ শীর্ষক একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

তবে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পুরোনো একটি ভিডিও পাওয়া যায়। সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১১ নভেম্বর ‘Muslims in Yemen Celebrate Prophet Mohammed’s Birthday’ শিরোনামে ভিডিওটি প্রচারিত হয়েছে। 

ভিডিওটিতে দৃশ্যমান মসজিদ ও অন্যান্য স্থাপনার সঙ্গে সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালনের দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। 

ভয়েস অব আমেরিকার ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উদ্‌যাপনে ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার ইয়েমেনি নাগরিক ও হুতি সমর্থকেরা সমবেত হয়েছিলেন। 

অর্থাৎ, ২০১৯ সালে ইয়েমেনে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপনের পুরোনো ভিডিওকে সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপিত হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রকাশিত এক ফতোয়ায় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন বায পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন বিদআত হিসেবে আখ্যায়িত করেন। তবে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবারের মতো ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেন সৌদি বাদশাহ সালমান। তবে এ দেশে কখনোই ঘটা করে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন করা হয় না।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের