হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

একাই ৬ ইরানি ড্রোন ধ্বংস করেছেন জর্ডানের রাজকুমারী সালমা—দাবিটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক

সিরিয়া কনস্যুলেটে বিমান হামলায় শীর্ষস্থানীয় কমান্ডারসহ সাতজন নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। গত শনিবার (১৩ এপ্রিল) রাতে এ হামলা চালায় দেশটি। এটি ইরানের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা। এ হামলার সঙ্গে অন্তত ৯টি দেশ সম্পৃক্ত ছিল। এর মধ্যে ইরান ছাড়াও ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। সেগুলো ভূপাতিত বা প্রতিহত করেছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশ জর্ডান।

এই হামলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, জর্ডানের রাজা আবদুল্লাহর কন্যা প্রিন্সেস সালমা, যিনি একজন পাইলট, শনিবার রাতে পাঁচটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন। তথ্যটি বাংলা ভাষাসহ অন্যান্য ভাষায় ফেসবুক, এক্সে (সাবেক টুইটার) ছড়িয়েছে।

দাবিটি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজ উইক গতকাল সোমবার (১৫ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়, রাজকুমারী সালমা জর্ডানের রাজকীয় বিমানবাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট।

তাঁকে নিয়ে আরব আমিরাতের ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক সংবাদমাধ্যম ‘এমিরেটস ওমেন’-এর একটি প্রতিবেদনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। 

ভাইরাল ওই স্ক্রিনশটে শিরোনাম লেখা, জর্ডানের রাজকুমারী সালমা এক রাতে পাঁচটি ইরানি ড্রোন ভূপাতিত করেছেন। স্ক্রিনশটটিতে প্রতিবেদনটির সূচনার অংশটুকুও দেখা যাচ্ছে। সেখানে অবশ্য লেখা, ‘চলমান সংঘাতের মধ্যেই জর্ডানের রাজকুমারী সালমা বিনতে আবদুল্লাহ আবারও মানবতার প্রতি তাঁর অবিচল অঙ্গীকার প্রদর্শন করেছেন।’ 


স্পষ্টত, ভাইরাল স্ক্রিনশটটি এডিট করা। এটি ‘এমিরেটস ওমেন’ একটি পুরোনো প্রতিবেদন সম্পাদনা করে তৈরি করা হয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এমিরেটস ওমেন। মূল প্রতিবেদনটি ছিল গাজায় উড়োজাহাজযোগে চিকিৎসাসহায়তা সরবরাহে রাজকুমারী সালমার অংশগ্রহণ নিয়ে। এই প্রতিবেদনের শিরোনাম সম্পাদনা করেই তাঁর ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিটি প্রচার করা হচ্ছে।

জর্ডানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর গাজায় অবস্থিত জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালে প্যারাস্যুট-যোগে পঞ্চমবারের মতো জরুরি চিকিৎসাসহায়তা পাঠায় দেশটির বিমানবাহিনীর একটি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন রাজকুমারী সালমা। 

মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান মিসবারও দাবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, রাজকুমারী সালমার ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিতে প্রচারিত সংবাদটি সঠিক নয়। এডিট করা একটি ছবি প্রচার করা হচ্ছে। ইসরায়েলে ইরানি হামলার সময় সালমার অংশগ্রহণের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, জর্ডানের রাজকুমারী সালমা জর্ডান বিমানবাহিনীর প্রথম নারী বৈমানিক। ২০২০ সালে প্রাথমিক প্রশিক্ষণ শেষে তিনি দেশটির বিমানবাহিনীতে যোগ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের