হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

কুয়েতে কনসার্টের ভিডিওকে সৌদি আরবে ‘হরে কৃষ্ণ’ কীর্তন দাবিতে প্রচার

ফ্যাক্টচেক  ডেস্ক

‘সৌদি আরবে সনাতন ধর্মের জয়জয়কার’, এমন দাবিতে ফেসবুকে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এক ব্যক্তি মঞ্চে গান পরিবেশন করছেন। তাঁর সামনে উপবিষ্ট দর্শকেরা হাত নেড়ে শরীর দুলিয়ে সেই পরিবেশনা উপভোগ করছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘হরে কৃষ্ণ’ কীর্তন শোনা যাচ্ছে।

ভিডিওটি গত সোমবার (২৫ অক্টোবর) ‘পঞ্চমী রয়’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। এটি আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ২৪ হাজার শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৫০ হাজারের বেশি এবং দেখা হয়েছে ১৪ লাখ বার।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সনাতন ধর্মাবলম্বীদের ‘হরে কৃষ্ণ’ কীর্তন গাওয়ার দাবিতে ভাইরাল ভিডিও। ছবি: ফেসবুক

ভাইরাল ভিডিওটি সম্পর্কে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘দ্য অডিওল্যাব ইভেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলেভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। গত ৩১ মে চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ৫ মিনিট ৪১ সেকেন্ডের পুরো ভিডিওটিতে গায়ককে ‘হরে কৃষ্ণ’ কীর্তনটি গাইতে শোনা যায়নি। বরং ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘কুয়েত এরেনা ২০২৪–এ আব্দুল মজিদ আব্দুল্লাহর চমৎকার “হালা বিশ” পারফরম্যান্স।’

কুয়েতের কনসার্টের ভিডিওতে হরে কৃষ্ণ কীর্তন জুড়ে দিয়ে সৌদির দাবিতে প্রচার। ছবি: সৌদি শিল্পী আব্দুল মাজিদ আব্দুল্লাহর ইউটিউব চ্যানেল

এই সূত্রে অনুসন্ধানে জানা যায়, আব্দুল মাজিদ আব্দুল্লাহ একজন সৌদি গায়ক। তিনি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংগীতশিল্পী। তাঁর নামের ইউটিউব চ্যানেল ‘আব্দুল মাজিদ আব্দুল্লাহ’–এও ভিডিওটি পাওয়া যায়। গত ২৭ মে ভিডিওটিচ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, ভিডিওটিতে আব্দুল মাজিদ আব্দুল্লাহ ‘হালা বিশ’ শিরোনামের একটি গান পরিবেশন করছিলেন। কুয়েতে চলতি বছরে অনুষ্ঠিত একটি কনসার্টে গানটি পরিবেশন করেন আব্দুল মাজিদ আব্দুল্লাহ।

ইংরেজিতে ‘হালা বিশ’ লিখে গুগলে সার্চ করলে আব্দুল মাজিদ আব্দুল্লাহর একই নামের একটি অ্যালবামের তথ্য পাওয়া যায়। স্পটিফাইয়েও অ্যালবামটি পাওয়া যায়। এটি মুক্তি পায় ২০০৯ সালে। গানটির কথায় কোথাও ‘হরে কৃষ্ণ’ শব্দ নেই।

সুতরাং, সৌদি আরবে কনসার্টে সনাতন ধর্মাবলম্বীদের ‘হরে কৃষ্ণ’ কীর্তন গাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এডিট করা। মূল ভিডিওটি কুয়েতে গত মে মাসে অনুষ্ঠিত একটি কনসার্টের।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের