শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি এক মিনিটের এক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রমজান মাসে পর্দা না করা চালকের সহকারী একজন নারীকে বাস থেকে নামিয়ে দিতে চাচ্ছেন। ফলে বাস চালকের ওই সহকারীর সঙ্গে নারীটির বাকবিতণ্ডা হচ্ছে। দয়াল রায় নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘হিন্দু মহিলাকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। কারণ রমজানে সে বোরখা পরে নাই। বাংলাদেশে অসহায় সনাতনী হিন্দুদের অবস্থা। দেখুন ও সময় থাকতে শিক্ষা নিন, তৈরি হোন।’ টিকটকে ভিডিওটি আজ শনিবার (২৩ মার্চ) দুপুর একটা পর্যন্ত ৫ হাজারের বেশি দেখা হয়েছে।
একই ভিডিও ফেসবুকেও ভাইরাল হয়েছে। গত ১৫ মার্চ আব্দুল্লাহ (Abdullah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি রিল আকারে পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (২৩ মার্চ) দুপুর একটা পর্যন্ত ১০ লাখের বেশি দেখা হয়েছে। শেয়ার হয়েছে সাড়ে ৮ হাজারের বেশি, মন্তব্য পড়েছে প্রায় ২ হাজার।
ভিডিওটিতে ফেসবুক ব্যবহারকারীরা ঘটনাটিকে সত্য ধরে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। আখতার হোসাইন নামে একজন লিখেছেন, ‘ঠিক আছে উচিত শিক্ষা দেওয়া দরকার মহিলাকে।’ শহীদুল ইসলাম শহীদ নামে আরেক লিখেছেন, ‘ঠিক করেছে এর তো রোজা থাকবে না অন্য মানুষের রোজা নষ্ট করবে।’ মুহাম্মদ হেলাল লিখেছেন, ‘প্রতিবাদটা খুব ভালোই হইছে এরকম প্রতি জায়গায় জায়গায় করাটা উচিত।’
ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে পার্থপ্রতীম দেবনাথ নামে একজন লিখেছেন, ‘মানবতার শত্রু ইসলাম! নারী বেপর্দা বলে তাকে চলন্ত বাস থেকে নামিয়ে দিচ্ছে বাস মালিক! কারণ এটা রোজার মাস! ভাবতে পারছেন?! খুশি ঈদ?! কিসের খুশির ঈদ?! কার খুশি? মুসলিম ব্যতীত কোনও অমুসলিম কোনোদিন কোনও ইসলামিক দেশে খুশিতে থাকতে পারেনি, পারবে না! ইতিহাস এর জলজ্যান্ত প্রমাণ আছে!’
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে কার্টুন শো (Cartoon Show) নামের ১ লাখ ২৩ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ১৪ মার্চ পেজে ভিডিওটি প্রথম প্রচার করা হয়। পেজে ভিডিওটি ‘রমজান মাসে বেপর্দা মহিলা বাসের হেলপারের সাথে কি করছে অতঃপর’ শিরোনামে পোস্ট করা হয়।
এসব ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়, ভাইরাল ভিডিওতে থাকা বাস চালকের সহকারী ও বাস যাত্রী নারী একই দলের সদস্য এবং তারা ফেসবুকে কনটেন্ট হিসেবে এসব ভিডিও তৈরি করে থাকেন। টিকটক ও ফেসবুকে ভাইরাল হওয়া রমজানে পর্দা না করায় বাস থেকে নারীকে নামিয়ে দেওয়ার ভিডিওটিও তাদের তৈরি এমনই একটি কনটেন্ট; এটি কোনো বাস্তব ঘটনা নয়।