হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

শাহজালাল বিমানবন্দর ৭২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়নি, কার্যক্রম স্বাভাবিক

ফ্যাক্টচেক ডেস্ক

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা; বিশেষ করে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ইলিয়াস হোসেন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বেলা ৩টার দিকে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির সূত্রে তথ্যটি প্রচার করা হয়।

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

বরং বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধির পাঠানো খবরের সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চলমান আছে। তবে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দরে অনেক যাত্রী সময়মতো পৌঁছাতে না পারায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের মোট ৩৮টি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪–এর সূত্রেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠানামা করার তথ্য পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটিতে প্রায় পরবর্তী দুই ঘণ্টার ফ্লাইট আগমন ও নির্গমনের সময়সূচি রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়কে যানজটের কারণে অনেকে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। এ কারণে বিমানের ঢাকা-দাম্মাম রুটের ৩টার ফ্লাইট ৩০ মিনিট বিলম্বে ছেড়েছে। এ ছাড়া বেলা ২টা ৫ মিনিটের ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইটটি সর্বশেষ সাড়ে ৩টার দিকেও ছেড়ে যায়নি। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সকালে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। সেসব সড়কের বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনতে এপিবিএন, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহযোগিতা নেওয়া হচ্ছে। কাওলা সড়ক বর্তমানে খোলা রয়েছে। এই সড়ক দিয়ে বিমানবন্দরের যাত্রীরা আসা-যাওয়া করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের