হোম > ফ্যাক্টচেক > দেশ

সড়ক দুর্ঘটনার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক  ডেস্ক

ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি ব্যস্ত রাস্তার ডান দিক থেকে একটি সাদা গাড়ি (জিপ) বাম দিকে মোড় নিচ্ছে। গাড়িটি রাস্তার মাঝখানে আসামাত্র দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল এতে আঘাত করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা মোটরসাইকেল ও গাড়ি থামিয়ে আগুনের কাছে যান। একজন আগুন থেকে দুজনকে টেনে বের করেন।

‘NN TV বাংলা’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘রাজধানীতে ভ’য়া’ব’হ দুর্ঘটনা সিসি ফুটেজ।’ (বানান অপরিবর্তিত)

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৯৪ হাজারবার দেখা হয়েছে এবং ২ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ২৭৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২ হাজার ১০০ বার।

এসব কমেন্টে কেউ কেউ ভিডিওটি অন্য দেশের উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন। Md Shanto Cela নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বর্তমান রোডে চলাচল করা খুব বিপদজনক?? 1 আন্দোলন 2 বাইকার 3 অটোরিকশা এগুলো বর্তমান খুব বিপদজনক এদের আইনের আওতায় আনা হোক, আর এরা নিজেরাই একা মরে না সাথে আরো দুই চার জন নিয়ে মরে?? ভাই তোদের মারার ইচ্ছা হলে ফাঁকা যায়গায় গিয়ে একা মর কোনো মায়ের বুক খালি করিস না!’ (বানান অপরিবর্তিত)

Engr Abir লিখেছে, ‘দাদো, এ’ইডা বাংলাদেশ এ’ইডা দুবাই বা ইউরোপ না। ‘ (বানান অপরিবর্তিত)

Md Miya Hussain, চাঁদের আলোয় চাঁদেরজয় বাংলা জয় বঙ্গবন্ধু নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম টাইমস নাও-এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর রাস্তা, সাদা গাড়ি, আগুন ও আশপাশের দৃশ্যের মিল রয়েছে।

ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে টাইমস নাও-এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের রাস্তায় একটি গাড়ি ও দ্রুতগামী মোটরসাইকেলের দুর্ঘটনার দৃশ্য। দুর্ঘটনার এই ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। এ ছাড়া ভিডিওতে তারিখ উল্লেখ আছে, ২০২৪ সালের ১১ অক্টোবর এবং সময় রাত ১২টা ২৬ মিনিট।

দুর্ঘটনার স্থানের নাম ও ভিডিও প্রকাশের তারিখ উল্লেখ করে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের বাংলা সংস্করণের ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনেও ভিডিওটি যুক্ত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, সোমনাথ সাহা (১৯) ও অলক তুম্বা (২০) নামের দুই যুবক ২০২৪ সালের ১০ অক্টোবর রাতে দিল্লি রোড হয়ে কল্যাণী ঠাকুর দেখতে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের হুগলির পোলবার রাজহাটের মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুজনই হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছির বাসিন্দা।

পোলবা পুলিশ সূত্রে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ আশপাশে টহল দিচ্ছিল। গাড়ির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার আগের মুহূর্তে আরেকটি বাইক যেতে দেখা গেছে। তবে সেটির খোঁজ মেলেনি।

সুতরাং, ঢাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ১০ অক্টোবর রাতে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। ভিডিওটি সেই ঘটনার দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার