হোম > ফ্যাক্টচেক > দেশ

‘দিন দ্যা ডে’ দেশের প্রথম মোশন পোস্টার- দাবিটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক

ঢাকাই ছবির ‘অসম্ভবকে সম্ভব করা’ ড্যায়লগখ্যাত নায়ক অনন্ত জলিল এবার বানিয়েছেন ১২০ কোটি টাকা বাজেটের সিনেমা। নাম ঠিক করেছেন ‘দিন দ্যা ডে’। তবে বরাবরের মতোই বিতর্ক পিছু ছাড়ছে না অনন্তের।

গত ২৪ মার্চ রাত ৮ টা ১ মিনিটে অনন্ত সিআইপি নামে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি লেখা পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, ‘বাংলাদেশে আজ পর্যন্ত সিনেমার মোশন পোস্টার বানানো দেখেছেন? আমরাই প্রথম শুরু করেছি। সুতরাং গালগপ্প না করে কাজ করে দেখান।’

এই পোস্টে আরও দাবি করা হয়েছে, হলিউডের ভিএফএক্স বা অ্যানিমেটর দিয়ে কাজ করানো অনন্ত জলিলের পক্ষেই সম্ভব। কিন্তু তিনি আস্থা রেখেছেন বাংলাদেশের ভিএফএক্সের ছয়জন ‘স্টুডেন্ট’র ওপর। অনন্ত এই স্টুডেন্টদের এক কালারের স্যুট গিফট করেছেন, সার্টিফিকেট দিয়েছেন এবং প্রেস কনফারেন্সে নিজের সঙ্গে রেখেছেন।  এই ‘স্টুডেন্ট’দের যেভাবে সম্মান দিয়েছেন তা অনন্ত জলিলের দ্বারাই সম্ভব।

ওই লেখায় আরও বলা হয়, ‘বাংলাদেশের চলচ্চিত্রে আমরাই প্রথম মোশন পোস্টার আপনাদের মাঝে উপস্থাপন করি। এর আগে কখনোই বাংলাদেশের চলচ্চত্রে কেউই মোশন পোস্টার আপনাদেরকে আজ পর্যন্ত দেখায় নাই।’

অনন্ত জলিল বাংলা সিনেমায় প্রথম Dolby Digital 5.1 সাউণ্ডের ব্যবহার করেছেন, এবার 7.1 Dolby Atmos ব্যবহার করবেন। এই পোস্টের লেখক মুনসুন ফিল্মসের মিডিয়া ম্যানেজার বলে উল্লেখ করা হয়।

উইকিপিডিয়ার ভাষ্যে, মোশন পোস্টার সাধারণত মোস্টার নামে পরিচিত। চলচ্চিত্রের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখযোগ্য চরিত্রদের ছবি দিয়ে পোস্টার বানানোর রীতি অনেক পুরনো। সেই পোস্টার যখন অ্যানিমেশন বা গ্রাফিক্সের মাধ্যমে একটি ভিডিও ফাইল আকারে প্রকাশ করা হয় তখন তাকে মোস্টার বলা হয়। ২০০৫ সালে গিকন্যাশন ডট কমের চলচ্চিত্র হার্ড ক্যান্ডি নামের ছবিতে প্রথম মোস্টার তৈরি হয়। বিশ্বের প্রায় সব চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই মোশন পোস্টার এখন বহুল ব্যবহৃত একটি প্রচার মাধ্যম।

আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ অনুসন্ধান করে বের করেছে, এর আগেও বাংলা চলচ্চিত্রে মোশন পোস্টার তৈরি করা হয়েছে।

ইউটিউবে অনুসন্ধান করে দেখা যায়, ২০১৫ সালের ১৭ মে আশিকুর রহমান পরিচালিত মুসাফির ছবির মোশন পোস্টার প্রকাশ করা হয়। আশিকুর রহমান ফিল্মস নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই পোস্টারের দৈর্ঘ্য ছিল ২৬ সেকেন্ড। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি কেএইচকে প্রোডাকশনের চলচ্চিত্র মি. বাংলাদেশের মোশন পোস্টার প্রকাশ করা হয় যার দৈর্ঘ্য ছিলো ৪০ সেকেন্ড। এই ছবির পরিচালক ছিলেন আবু আখতার। এছাড়া সম্প্রতি প্রচারিত জি ফাইভের বাংলাদেশি সিরিজ কন্ট্র্যাক্ট-এরও মোশন পোস্টার প্রকাশিত হয়েছে।

অন্যদিকে ১১ মার্চ ২০২১ তারিখে অনন্ত জলিল নামের ইউটিউব চ্যানেলে ‘দিন দ্যা ডে’ এর ১ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের মোশন পোস্টার প্রকাশিত হয়েছে। তবে এটাই ঢাকাই চলচ্চিত্রের প্রথম মোশন পোস্টার- এ দাবিটি সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার