স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অসুস্থ এবং তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন তথ্যসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকেই। পোস্টটি শেয়ার দিয়ে অনেকেই স্পিকারের সুস্থতা কামনা করছেন। ফেসবুকে এ সংক্রান্ত তিন শতাধিক পোস্ট খুঁজে পাওয়া গেছে।
কি-ওয়ার্ড সার্চ করে স্পিকারের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত সর্বশেষ খবর পাওয়া যায় ২০১৬ সালের ৩১ মে। বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়- ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার রাতে অসুস্থ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। আজ সোমবার রাতে সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্পিকারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি উপস্থিত চিকিৎসকদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং স্পিকারের দ্রুত রোগ মুক্তি কামনা করেন’।
আজ অধিবেশনের দ্বিতীয় দিনেও সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সিদ্ধান্ত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুস্থ আছেন এবং চলমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। তাঁর অসুস্থতার খবর দিয়ে ফেসবুক পোস্টগুলো সঠিক নয়।