হোম > ফ্যাক্টচেক > দেশ

বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে পেটানোর ভিডিওটি ভারতের

ফ্যাক্টচেক ডেস্ক  

দেশে এক ব্যক্তিকে বুলডোজারে ঝুলিয়ে মারধরের দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে একজনকে মারধর করা হচ্ছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা বুলডোজারে এক ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে আরেকজন বেল্ট সদৃশ বস্তু দিয়ে পেটাচ্ছেন।

Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টা ৩১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘মব বানিয়াছে ইউনুস। ওই খুনি কে এই ভাবে ঝুলিয়া পেটানো হবে। আপনার কি বলেন? দেশের আইন কেন নিজ হাতে তুলে নেবে?’ (বানান অপরিবর্তিত)

আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত ভিডিওটি ৯১ হাজারবার দেখা হয়েছে এবং ১ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৮৪টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৭৭৩ বার।

এসব কমেন্টে ঘটনাটি বাংলাদেশের বলে বিশ্বাস করে অনেকে কমেন্ট করেছে। Makhan Monir Sheikh নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘বাংলাদেশে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, সেনাবাহিনী কি এসব চোখে দেখে না?’ (বানান অপরিবর্তিত) Suman Suman Sikder লিখেছে, ‘কি ভয়াবহ, কি নির্মম তীব্র নিন্দা জানাচ্ছি।’ (বানান অপরিবর্তিত)

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৫ মে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা বুলডোজার, উল্টো করে ঝোলানো ব্যক্তি, তাঁর পোশাক, মারধরকারী ও তাঁর পোশাকের মিল রয়েছে।

দেশে বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে মারধর করার দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, গত এপ্রিলে ভারতের রাজস্থান রাজ্যের বেওয়ার জেলার রায়পুর থানা এলাকায় এক চাকরিদাতা তাঁর কর্মীকে বুলডজোজারে উল্টো করে ঝুলিয়ে মারধর করেন। সম্প্রতি, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটে গত ২৪ মে একই তথ্যে প্রকাশিত প্রতিবেদনে দৃশ্যটি পাওয়া যায়। প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত এপ্রিল রাজস্থানের বেওয়ার জেলায় এক ব্যক্তিকে বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে মারধরের ভিডিওটি সম্প্রতি ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশ স্টেশনে গত ২৪ মে একটি এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এই ঘটনায় মাফিয়াদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বেওয়ার পুলিশ। বেওয়ার পুলিশ স্টেশনের এসপি শ্যাম সিংহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, গত ৮ এপ্রিল বেওয়ারের একটি সিমেন্ট কারখানায় চুরির অভিযোগ এনে একজনকে মারধর করা হয়। তবে ভুক্তভোগী ওই সময় পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি। এই ঘটনায় তিনজন অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।

সুতরাং, বুলডোজারে উল্টো করে ঝুলিয়ে মারধর করার ভিডিওটির বাংলাদেশের কোনো ঘটনা নয়। গত এপ্রিলে ভারতের রাজস্থান রাজ্যে কারখানার কর্মচারীকে চুরির অভিযোগে পেটানোর দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার