হোম > ফ্যাক্টচেক > দেশ

সাংবাদিক মিথিলা ফারজানাকে আটকের গুজব

ফ্যাক্টচেক ডেস্ক

২৯ এপ্রিল বিভিন্ন অনলাইন পোর্টালে ‘আপত্তিকর অবস্থায় আবাসিক হোটেলে আটক ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক হাজার শেয়ার হয় খবরটি। অনুসন্ধানে দেখা যায়, ‘মাফিয়া টিভি’ নামে একটি অনলাইন পোর্টালে সংবাদটি প্রথম প্রকাশ করা হয়। একই দিনে ওই পোর্টালে ‘জামিনে মুক্তি পেলেন ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা’ শিরোনামে আরও একটি খবর প্রকাশিত হয়।

ফ্যাক্টচেক

১. ফ্যাক্টচেক শুরু করার আগেই আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ যোগাযোগ করে সরাসরি মিথিলা ফারজানার সাথে। ৩০ এপ্রিল বেলা ১টা ৩৭ মিনিটে কথা হয় তাঁর সাথে। ফলে আগের দিন আটক হওয়ার খবর ভিত্তিহীন।    

২. এর পর বেলা ১টা ৪৭ মিনিটে মিথিলা ফারজানা তাঁর ফেসবুক আইডিতে সেই মুচলেকা দেওয়ার ছবিটি পোস্ট করেন।

৩. সর্বপ্রথম খবরটি প্রকাশ করা অনলাইন পোর্টালটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নয়। পোর্টালের নাম মাফিয়া টিভি ডটকম হলেও ইউআরএলটি (1wwwbalerkontho.wordpress.com) সন্দেহজনক। এটি ওয়ার্ডপ্রেসের ফ্রি ডোমেইনে হোস্ট করা একটি ব্লগ। এর লোগো তৈরিতে কালের কণ্ঠ পত্রিকার লোগো অনুকরণ করা হয়েছে।

৪. খবরে প্রকাশিত কোলাজ ছবিটির দ্বিতীয়টি মিথিলা ফারজানার। তবে মুখঢাকা ছবিটি দিয়ে গুগল ইমেজ সার্চ করলে জাগো নিউজ২৪–এ ২০১৮ সালের ২৪ নভেম্বর ‘সৌদিতে যৌনদাসী ছিলাম’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।

৫. খবরটিতে র‍্যাবের একটি সূত্রের কথা বললেও সেটি স্পষ্ট নয়। যেমন সংশ্লিষ্ট র‍্যাবের কোনো দপ্তর কিংবা কোনো দায়িত্বশীলের নাম খবরটিতে উল্লেখ করা হয়নি। সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, তিনি রাজধানীর বাড্ডা থেকে আটক হয়েছেন, আর তার স্বামী জিডি করেছেন মিরপুর থানায়।

সাংবাদিক মিথিলা ফারজানার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি রাজধানীর নিকেতন আবাসিক এলাকায় থাকেন, যা গুলশান থানার আওতাধীন।

জিডির তথ্যটি সত্য হলে জিডি হওয়া উচিত বাড্ডা কিংবা গুলশান থানায়, মিরপুর থানার সংশ্লিষ্টতা এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অর্থাৎ জিডির তথ্যটিও অসমাঞ্জস্যপূর্ণ।

৬. ৭১ টিভির সংবাদকর্মী মিথিলা ফারজানাকে ২৯ এপ্রিল (খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ার একদিন পর) টিভি চ্যানেলটিতে অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা গেছে।

ফলাফল

অর্থাৎ বিভ্রান্তিকর সূত্রের বরাত দিয়ে ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ছবি ব্যবহার করে সাংবাদিক মিথিলা ফারজানা আটক হওয়ার ভিত্তিহীন খবরটি ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার