হোম > ফ্যাক্টচেক > দেশ

বন্যায় কক্সবাজারে ঘরবাড়ি ভেসে গেছে দাবিতে ভাইরাল ভিডিওটি গত বছরের

ফ্যাক্টচেক ডেস্ক  

প্রবল বর্ষণে সম্প্রতি সৃষ্ট বন্যায় কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়ন প্লাবিত হওয়ার দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

প্রবল বর্ষণে সম্প্রতি সৃষ্ট বন্যায় কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়ন প্লাবিত হওয়ার দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি প্রত্যন্ত প্লাবিত এলাকায় তীব্র স্রোত নিচু এলাকায় প্রবাহিত হচ্ছে। স্রোতে গাছপালা ভেসে যাচ্ছে।

Md. Zacky Khan নামের ফেসবুক পেজ থেকে গত ৩০ মে বিকাল ৫টা ১৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘কক্সবাজার জেলার আওতাধীন মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙার পশ্চিমপাড়ার বর্তমান অবস্থা।’ (বানান অপরিবর্তিত)

গতকাল রোববার (১ জুন) বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি ২৯ লাখ দেখা হয়েছে এবং ১ লাখ ৪ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৬ হাজার ১০০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৯ হাজার বার।

ভিডিওটি পুরোনো উল্লেখ করে অনেকে কমেন্ট করেছে। আবার সাম্প্রতিক সময়ের সত্য মনে করেও কেউ কেউ কমেন্ট করেছেন। Md. Aminul Islam Driver নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দিয়ে সবাইকে বিপদ বিপদ থেকে উদ্ধার করুন হে আল্লাহ এই বন্যায় যারা নাকি অনেক কষ্টে আছে তাদেরকে আপনি হেফাজত করুন আপনি সব কিছুর মালিক আপনি শব্দ বাতেও পারেন বাঁচাতেও পারেন হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন আমিন।’ (বানান অপরিবর্তিত)

Dr-Rabbi Alam, Mohammad Shakil Ahmad এবং Md Amir Uddin নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২৪ সালের ২৩ আগস্ট প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে পানির স্রোত, ঘরবাড়ি, ভেসে যাওয়া গাছপালা, আশেপাশের পরিবেশের মিল রয়েছে।

সাম্প্রতিক বন্যায় মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়ন প্লাবিত হওয়ার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে গত বছর দেশ রূপান্তরের প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২২ আগস্ট কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। এতে সেই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি প্লাবিত হয়। প্লাবিত গ্রামগুলো হচ্ছে, বুড়বুড়িয়া, খাড়াতাইয়া, নানুয়ার বাজার, কিং বাজেহুরা, মিথিলাপুর, শিকারপুর, মহিষমারা, ইছাপুরা, পয়াত, গাজীপুর, কণ্ঠনগর, মাওরা, গোপীনাথপুর, জগৎপুর ও গোসাইপুর।

২০২৪ সালের ২৩ আগস্টে আজকের পত্রিকাতেও একই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

এই ভিডিওটি ২০২৪ সালের আগস্টে কুমিল্লা গোমতী নদীর পাশ থেকে ধারণ করা হয়েছে উল্লেখ করে একাধিক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে সেই সময় পোস্ট ( ,, ) করা হয়।

এছাড়া সেই সময়ে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে (, , ) একই তথ্য ও ছবি ব্যবহার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় মুষলধারে বৃষ্টির কারণে কক্সবাজারের মহেশখালীসহ একাধিক উপজেলায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য সংবাদমাধ্যমে এসেছে।

সুতরাং, প্রবল বর্ষণে বন্যায় কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়ন প্লাবিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। গত বছরের আগস্টে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে ষোলনল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার