হোম > ফ্যাক্টচেক > দেশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের ‘লাঠিচার্জ’ দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ফ্যাক্টচেক  ডেস্ক

দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল গ্যাস নিক্ষেপের দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা চলছেই। গতকাল বৃহস্পতিবার আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের তথ্য গণমাধ্যমে এসেছে।

এরই মধ্যে, দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ‘লাঠিচার্জ’ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পুলিশকে রাস্তায় একদল বিক্ষোভকারীর ওপর জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায় এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের আটকাতে দেখা যায়।

ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।

দুর্নীতি দুর্নীতি বাংলাদেশ বাংলাদেশ’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত সোমবার সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, ‘ইউনুস তাহলে কোন ধর্মের এখন বুঝতে পারছেন। ফিলিস্তিনির পক্ষে প্রতিবাদ করায় মানুষদের উপরে পুলিশ দিয়ে লাঠিচার্জ ও টিয়ারসেল গ্যাস নিক্ষেপ করাচ্ছে।’ (বানান অপরিবর্তিত)

আজ শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ২০ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ১৪১টি রিঅ্যাকশন পড়েছে, ৩৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২০৫। পোস্টে কেউ কেউ এই ভিডিওটি ভিন্ন ঘটনার উল্লেখ করে কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও মন্তব্য করেছেন। Azizul Hoque নামে অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘মুসলমানের পক্ষে প্রতিবাদ করা কেন কামান নিকেশ করছে এ সরকার অবৈধ ইসরাইলের পক্ষে।’(বানান অপরিবর্তিত)

Mizan Uddin, বাংলাদেশ প্রচার লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখারোজিনা আক্তার নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটি যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভিডিওটিতে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের লোগো রয়েছে। ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে গিয়ে ৭ এপ্রিল প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। এটির ফুটেজের সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশের অবস্থান, জলকামানের পানি ও টিয়ার শেল নিক্ষেপের দৃশ্য, রাস্তায় থাকা ব্যক্তিদের অবস্থানের সাদৃশ্য রয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে ঢাকা পোস্টের প্রতিবেদনের সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থকে জানা যায়, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পথিমধ্যে পুলিশ তাঁদের আটকে দেয়।

বিস্তারিত জানতে এসব তথ্যসূত্র গুগলে সার্চ করলে ঢাকা পোস্টের ওয়েবসাইটে ৭ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত তৎকালীন বিডিআর সদস্যরা চাকরিতে পুনর্বহাল করাসহ বিভিন্ন দাবিতে ৭ এপ্রিল দুপুরে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা হন। এ সময় শিক্ষাভবন এলাকায় পুলিশ তাঁদের আটকে দেয়। আন্দোলনকারীরা তখন রাস্তাতেই বসে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে তাঁরা আবার সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং দুই পক্ষের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

একই তথ্যে আজকের পত্রিকা, দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ৭ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

এ ছাড়া ৭ এপ্রিলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এসব বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়া কিংবা প্রতিরোধ করার কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের ‘লাঠিচার্জ’ ও টিয়ার শেল নিক্ষেপ করার দাবিটি সত্য নয়। এই দাবিতে ছড়ানো ভিডিওটি সাবেক বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভের ঘটনা-সম্পর্কিত।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার