হোম > ফ্যাক্টচেক > দেশ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব

ফ্যাক্টচেক  ডেস্ক

তোফায়েল আহমেদের মৃত্যুর দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন—এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে তথ্যটি ছড়ানো হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ বুধবার (২৮ মে) সকাল ৮টা ৩৬ মিনিটে করা পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘শোক বার্তা। বর্ষিয়ান রাজনীতিবীদ ৭১ এর মক্তিযুদ্বের অন্যতম সংগঠক। ডাকসুর সাবেক ভি পি। বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের সারথী ও সাবেক প্রেসিডিয়াম মেম্বার; সাবেক মন্ত্রী; বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব তোফায়েল আহমেদ চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ টাইম রাত ১০: ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’ (বানান অপরিবর্তিত)

আজ বিকেল ৫টা পর্যন্ত পোস্টটিতে ১ হাজার ২০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫৫৮টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১২৪ বার।

এসব কমেন্টে তোফায়েল আহমেদের মৃত্যুর দাবিতে ছড়ানো তথ্যটি বিশ্বাস করে অনেকে কমেন্ট করেছেন। Md Salam Shikdar নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বিধি আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তোফায়েল আহমেদ উনাকে মাফ করে দেন। জান্নাতের উচ্চ মাকাম দান করেন।’ (বানান অপরিবর্তিত) Md Tanzil অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহু জান্নাতবাসি করুক।’ (বানান অপরিবর্তিত)

বিশ্বনাথ ছাত্রলীগ’, ‘দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ’ নামের ফেসবুক পেজ ও ‘শার্শা উপজেলা আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে তথ্যটি পোস্ট করা হয়েছে।

তোফায়েল আহমেদের মৃত্যুর দাবির সত্যতা জানতে প্রসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তবে তাঁর মৃত্যুর বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টির সত্যতা জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ তোফায়েল আহমেদের সংসদীয় এলাকা ভোলার আজকের পত্রিকার প্রতিনিধি শিমুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে। পরে তোফায়েল আহমেদের মৃত্যুর দাবির বিষয়ে তাঁর মেয়ের সঙ্গে যোগাযোগ করেন শিমুল চৌধুরী। তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ মুন্নী বলেন, ‘আব্বু ভালো আছেন এবং সুস্থ আছেন।’

তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র থেকেও আজ বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যুর তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, তোফায়েল আহমেদ আগের চেয়ে অনেকটা দুর্বল হয়ে গেছেন। তবে সুস্থ আছেন।

সুতরাং, সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। তিনি বেঁচে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার