হোম > ফ্যাক্টচেক > দেশ

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানের এই ভিডিওর সম্পর্ক নেই

ফ্যাক্টচেক  ডেস্ক

শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক এই অভিযোগ করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

এরই মধ্যে শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছের—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেশীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল টুয়েন্টিফোরের লোগো রয়েছে।

৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আইনজীবী ‘জয় বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে...জয় বাংলা।’

মাসুম আলী খাঁন’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বেলা ২টা ৩৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘ভিতরে শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হচ্ছে, কিন্তু বাহিরে আইনজীবীদের জয় বাংলা স্লোগান কি কেউ দেখছে না।’ (বানান অপরিবর্তিত)

আজ সোমবার (২ জুন) বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার বার এবং ৫ হাজার ১০০টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৩২৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১ হাজার ৪০০ বার।

সত্য মনে করে কেউ কেউ পোস্টে কমেন্ট করেছেন। Mamun Howlader নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘সময়ের সাহসী বীর ইনশাআল্লাহ আপনাদের এই সাহস ও বীরত্ব কে জাতির কিছু কুলাংগার ছাড়া বাকি সবাই মনে রাখবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ (বানান অপরিবর্তিত) Md Morshedul Islam লিখেছেন, ‘একাত্তরের চেতনা বিশ্বাসীদের পক্ষ থেকে আপনাকে স্যালুট।’ (বানান অপরিবর্তিত)

Dalowar Hossain, বঙ্গবন্ধুর সৈনিকOlliur Rahman নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা চ্যানেল টুয়েন্টিফোরের লোগোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের একটি পোস্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৫ অক্টোবরে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা আইনজীবী, তাঁদের স্লোগান, আশপাশের পরিবেশের মিল রয়েছে।

শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে গত বছর চ্যানেল টুয়েন্টিফোরে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আদালতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মিছিল।’

একই তারিখে চ্যানেল টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলেও একই শিরোনামে ভিডিওটি পাওয়া যায়।

ভিডিও প্রকাশের তারিখ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আজকের পত্রিকায় ২০২৪ সালের ১৫ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় আওয়ামী লীগের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন।

আজকের পত্রিকার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া গতকাল শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন—এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। গত বছরের ১৫ অক্টোবরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় আওয়ামী লীগের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন। সেই ঘটনার দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার