দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।
সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।