মাওয়া ঘাটে মধ্যরাতে হৈ-হল্লা করে ইলিশ খেতে যান অনেকেই। ইট কাঠের জঞ্জালে হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য পদ্মার উন্মত্ত ঢেউ আর হাতছোঁয়া দূরত্বে বিভিন্ন হোটেলে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ইলিশ ভাজা আনন্দের উপলক্ষই বটে।
সরিষার তেলে ভাজা ইলিশের সঙ্গে শুকনা মরিচ, পেঁয়াজ ও বেগুন ভাজা আর লেজের ভর্তা–মাওয়ার পরিচিত মেন্যু। পদ্মাসেতুর সংযোগ সড়ক হিসেবে নির্মিত এক্সপ্রেসওয়ে ঢাকাবাসীর মাওয়া ভ্রমণ অভ্যাসে পরিণত করেছে। ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভার থেকে এখন ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় মাওয়া ঘাটে।
প্রজেক্ট হিলশা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টে সয়লাব হয়ে গেছে সামাজিক মাধ্যম। এর মধ্যে আলোচনায় এসেছে ‘প্রজেক্ট তেলাপিয়া’। তেলাপিয়া মাছের আদলে তৈরি একটি বিশালাকার ভবনের ছবি দিয়ে ব্যঙ্গ করে বলা হচ্ছে, ‘মধ্যবিত্ত ও গরিবদের জন্য প্রজেক্ট তেলাপিয়াই ভরসা’।
আমরা অনুসন্ধান করে দেখেছি, ভাইরাল হওয়ার ছবির ভবনটি ভারতের মৎস্য উন্নয়ন অধিদপ্তরের। ২০০৬ সালে ভারতের মৎস্য, পশু ও দুগ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মৎস্য বিভাগের অধীনে হায়দরাবাদে পিভিএনআর এক্সপ্রেসওয়েতে এই অবকাঠামোটি নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া গুগল ম্যাপে অবকাঠামোটির অবস্থান নিশ্চিত করা যায়।