হোম > ফ্যাক্টচেক > দেশ

‘প্রজেক্ট তেলাপিয়া’ কোথায়?

ফ্যাক্টচেক ডেস্ক

মাওয়া ঘাটে মধ্যরাতে হৈ-হল্লা করে ইলিশ খেতে যান অনেকেই। ইট কাঠের জঞ্জালে হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য পদ্মার উন্মত্ত ঢেউ আর হাতছোঁয়া দূরত্বে বিভিন্ন হোটেলে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ইলিশ ভাজা আনন্দের উপলক্ষই বটে।

সরিষার তেলে ভাজা ইলিশের সঙ্গে শুকনা মরিচ, পেঁয়াজ ও বেগুন ভাজা আর লেজের ভর্তা–মাওয়ার পরিচিত মেন্যু। পদ্মাসেতুর সংযোগ সড়ক হিসেবে নির্মিত এক্সপ্রেসওয়ে ঢাকাবাসীর মাওয়া ভ্রমণ অভ্যাসে পরিণত করেছে। ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভার থেকে এখন ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় মাওয়া ঘাটে।

হাপিত্যেশ কাটিয়ে ঢাকার অদূরে মানুষের এই আগ্রহ অভ্যাসকে বড় ব্যবসার সুযোগে পরিণত করেছেন এক উদ্যোক্তা। মাওয়া ঘাটে যাত্রা করেছে ‘প্রজেক্ট হিলশা’। কর্তৃপক্ষের দাবি, এটিই বাংলাদেশে সবচেয়ে বড় রেস্টুরেন্ট। তবে যাত্রার শুরু থেকেই প্রজেক্ট হিলশাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা নানা অভিযোগ করছেন। খাবারের অভিজ্ঞতা নিয়ে একাধিক ‘ফুড ভ্লগার’ ইউটিউব চ্যানেলে রিভিউ দিয়েছেন। রাফসান দ্য ছোটভাই, বাংলাদেশি ফুড রিভিউয়ার-এ রকম জনপ্রিয় ফুড ভ্লগ চ্যানেলগুলোতে অভিযোগ করা হয়েছে, প্রজেক্ট হিলশায় পদ্মার ইলিশ দেওয়া হচ্ছে না। অন্যদিকে তাদের সেবার মান, ১০ শতাংশ সার্ভিস চার্জ ও খাবারের দাম নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।

প্রজেক্ট হিলশা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টে সয়লাব হয়ে গেছে সামাজিক মাধ্যম। এর মধ্যে আলোচনায় এসেছে ‘প্রজেক্ট তেলাপিয়া’। তেলাপিয়া মাছের আদলে তৈরি একটি বিশালাকার ভবনের ছবি দিয়ে ব্যঙ্গ করে বলা হচ্ছে, ‘মধ্যবিত্ত ও গরিবদের জন্য প্রজেক্ট তেলাপিয়াই ভরসা’।

ফ্যাক্টচেক
আমরা অনুসন্ধান করে দেখেছি, ভাইরাল হওয়ার ছবির ভবনটি ভারতের মৎস্য উন্নয়ন অধিদপ্তরের। ২০০৬ সালে ভারতের মৎস্য, পশু ও দুগ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মৎস্য বিভাগের অধীনে হায়দরাবাদে পিভিএনআর এক্সপ্রেসওয়েতে এই অবকাঠামোটি নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া গুগল ম্যাপে অবকাঠামোটির অবস্থান নিশ্চিত করা যায়।

নিছক মজা করার জন্যই অনেকে ছবিটি পোস্ট করলেও বিভ্রান্তি এড়াতে আমরা ছবিটির উৎস আজকের পত্রিকার পাঠকদের জন্য খুঁজে বের করেছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, মজা বা ব্যঙ্গ করে করা পোস্টও অনেকে সত্য বলে ধরে নেন। সেটি শেয়ার করে ছড়িয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার