হোম > ফ্যাক্টচেক > দেশ

মঞ্চ ভেঙে শিল্পী অদৃশ্য: কোক স্টুডিও বাংলা কনসার্টে নয়

ফ্যাক্টচেক ডেস্ক

গতকাল (বৃহস্পতিবার) ‘কোক স্টুডিও বাংলা’ কনসার্ট শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন শিল্পী গান গাইতে গাইতে মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছেন। ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এটি ওই কনসার্টের ঘটনা।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছিল কোক স্টুডিও বাংলা। সকাল থেকেই বৃষ্টির প্রভাবে আয়োজন বাধাগ্রস্ত হয়। এর জেরে একাধিকবার কনসার্ট হবে কি হবে না, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।

ফ্যাক্টচেক

ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। ২০১৮ সালের ১৬ জুলাই ট্যারোবাম (Tarobafm) নামের একটি ইউটিউব চ্যানেলে Palco desaba e fere DJ Kevin (পর্তুগিজ ভাষা) শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়, সেটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে অনুবাদ করলে দাঁড়ায়, ‘মঞ্চ ভেঙে পড়ে আহত ডিজে কেভিন।’

ওই ভিডিওর নিচে উল্লেখ করা বর্ণনা অংশ থেকে জানা যায়, ডিজে কেভিন ব্রাজিলের একজন বিখ্যাত গায়ক। একটি ডিজে পার্টিতে পরিবেশনার সময় মঞ্চের মাঝামাঝি জায়গায় তিনি পড়ে যান। ডিজে কেভিন এতে সামান্য আঘাত পেয়েছিলেন।

কি-ওয়ার্ড অনুসন্ধান করে ব্রাজিলের অনলাইন সংবাদমাধ্যম জি-১ ডট গ্লোবো ডটকমে ২০১৮ সালের ১৬ জুলাই প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সেখানেও একই তথ্য পাওয়া যায়।

সিদ্ধান্ত
মঞ্চ থেকে শিল্পীর পড়ে যাওয়ার ভিডিওটি কোক স্টুডিও বাংলা কনসার্টের নয়। এটি ২০১৮ সালের জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠিত একটি কনসার্টে ব্রাজিলীয় ডিজে কেভিনের পড়ে যাওয়ার ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার