হোম > ফ্যাক্টচেক > দেশ

রক্তাক্ত শিশুর ছবিটি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

রক্তাক্ত একটি শিশুর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। সাদা পোশাক পরিহিত শিশুর এ ছবিটি পুরনো। এমনকি এটি বাংলাদেশে তোলা ছবিও নয়। সামাজিক মাধ্যম টুইটার ও ফেসবুকে ছবিটি ২০১৯ ও ২০২০ সালে একাধিকবার ভাইরাল হয়েছে।

সম্প্রতি ফেসবুকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি হেফাজতে ইসলামের মোদি-বিরোধী আন্দোলনের। এম ডি নাইম আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে ক্যাপশন দেয়া হয়- ‘আহা কি দৃশ্য আজ আমাদের জাতীয় মসজিদের দৃশ্য! বায়তুল মোকাররম মসজিদে ঢুকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নজিরবিহীন হামলা! রক্তাক্ত বাংলাদেশ! রক্তাক্ত বাংলাদেশের সবচেয়ে বড় পবিত্র মসজিদ’।

ছবিটির ব্যাপারে রিভার্স সার্চ করে দেখা গেছে, ছবিটি ২০১৯ ও ২০২০ সালের একাধিক সময়ে টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে টুইটারে পোস্ট করা এমন একটি ছবি পাওয়া যায়। এছাড়া ফেসবুকেও ২০২০ সালে ছবিটি পোস্ট করা হয়েছিল।

ছবিটির ব্যাপারে আরও বিস্তারিত সার্চ করে রক্তাক্ত শিশুর ছবিটির একটি ভিডিও ভার্সন পাওয়া গেছে। ২০১৯ সালের ২১ ডিসেম্বর একটি টুইটার থ্রেডে ভিডিওটি পাওয়া যায়। টুইটারে সেই কমেন্টটির ক্যাপশনে বলা হয়েছে, ভিডিওটি ভারতের উত্তর-প্রদেশের নাজিবাবাদের ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার